
দ্য ওয়াল ব্যুরো: প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ৩০ টাকা করে দিল রেল মন্ত্রক।
কোভিডের সংক্রমণ ঠেকাতেই সাময়িক ভাবে এই পদক্ষেপ করা হয়েছে বলে রেল জানিয়েছে। শুধু তা নয় স্বল্প দৈর্ঘ্যের রেল যাত্রাতেও ভাড়া বাড়ানো হয়েছে কয়েকটি রুটে।
দিল্লি, হাওড়া, শিয়ালদহ, মুম্বই সেন্ট্রালের মতো স্টেশনে এমনিতেই যাত্রীদের হুড়োহুড়ি থাকে। প্ল্যাটফর্মে যাতে অযথা ভিড় না হয়, তা নিশ্চিত করতে চাইছে রেল। রেলের এক কর্তার কথায়, স্টেশনে যত ভিড়, তত সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর ফলে ভিড় কমবে বলে আশা করা হচ্ছে।
তাঁর কথায়, “স্বল্প দূরত্বের রেলযাত্রায় কয়েকটি রুটে কৌশলগত কারণে ভাড়া বাড়ানো হয়েছে। অনেক সময়ে দেখা যায়, প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করলে কেউ কেউ একটা লোকাল টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।”
ধরা যাক, প্ল্যাটফর্ম টিকিটের দাম এখন ৩০ টাকা। কেউ চাইলে নয়াদিল্লি থেকে গাজিয়াবাদ বা আনন্দ বিহার পর্যন্ত ১০ টাকার একটা টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকে পড়তে পারে। তাই নয়াদিল্লি থেকে গাজিয়াবাদ পর্যন্ত ভাড়াও ৩০ টাকা করা হয়েছে।