Latest News

“মহিলাদের কীভাবে সম্মান দিতে হয়, তা প্রত্যেকের শেখা উচিত” বললেন #MeTooনিয়ে সরব রাহুল গান্ধী

দ্য ওয়াল ব্যুরো: #MeToo প্রচারে এবার রাহুল গান্ধী। যে ভাবে #MeToo-র জেরে দেশের বড় বড় ব্যক্তিত্ব কলঙ্কিত হয়েছেন, তাতে একটুও হতবাক নন তিনি। টুইট করে জানালেন, সময় এসেছে প্রত্যেক মানুষকে শিক্ষা দেওয়ার,কীভাবে মহিলাদের সম্মান করা হবে, সেই শিক্ষা আগে দেওয়া হোক, তারপর তারা নিজেদের কর্মজগতকে আলোকিত করবেন।

সম্প্রতি #MeToo –র প্রচারে বিপাকে পড়েছেন বিদেশ দফতরের প্রতিমন্ত্রী এম জে আকবর। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ  এনেছেন বেশ  কয়েকজন মহিলা। আকবর প্রসঙ্গ সামনে রেখেই রাহুল জানিয়েছেন, আকবরের পদত্যাগ দাবি করে প্রথম প্রতিবাদে নামে কংগ্রেস। যতদিন না নিজের পদ থেকে আকবর ইস্তফা দেবেন ততদিন বিক্ষোভ চলবে বলেও জানান রাহুল।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

গত সপ্তাহেই আকবর ছাড়াও সিনে জগতের একাধিক ব্যক্তিত্বের উপর #MeToo-কোপ পড়ে। শুরু হয় নানা পাটেকর দিয়ে, পড়ে অলোকনাথ,সুভাষ ঘাই,কুইন পরিচালক বিকাশ ভালের নাম ওঠে। প্রতিদিনই হেনস্থার মুখে পড়া মহিলারা যে ব্যক্তিত্বদের নাম নিচ্ছেন, তার জন্য সাহসের প্রয়োজন বলে মনে করেন রাহুল। এভাবেই সামনে আসুক সমাজের মুখোশধারী বিকৃত মনস্করা বলেও জানান তিনি।

You might also like