
It’s about time everyone learns to treat women with respect and dignity.
I’m glad the space for those who don't, is closing. The truth needs to be told loud and clear in order to bring about change. #MeToo
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2018
সম্প্রতি #MeToo –র প্রচারে বিপাকে পড়েছেন বিদেশ দফতরের প্রতিমন্ত্রী এম জে আকবর। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বেশ কয়েকজন মহিলা। আকবর প্রসঙ্গ সামনে রেখেই রাহুল জানিয়েছেন, আকবরের পদত্যাগ দাবি করে প্রথম প্রতিবাদে নামে কংগ্রেস। যতদিন না নিজের পদ থেকে আকবর ইস্তফা দেবেন ততদিন বিক্ষোভ চলবে বলেও জানান রাহুল।
দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন
গত সপ্তাহেই আকবর ছাড়াও সিনে জগতের একাধিক ব্যক্তিত্বের উপর #MeToo-কোপ পড়ে। শুরু হয় নানা পাটেকর দিয়ে, পড়ে অলোকনাথ,সুভাষ ঘাই,কুইন পরিচালক বিকাশ ভালের নাম ওঠে। প্রতিদিনই হেনস্থার মুখে পড়া মহিলারা যে ব্যক্তিত্বদের নাম নিচ্ছেন, তার জন্য সাহসের প্রয়োজন বলে মনে করেন রাহুল। এভাবেই সামনে আসুক সমাজের মুখোশধারী বিকৃত মনস্করা বলেও জানান তিনি।