Latest News

Rahul Gandhi: রাহুল গান্ধীর নেপালি বান্ধবীর জীবন বর্ণময়, কী ভাবে পরিচয় দু’জনের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভিডিও নিয়ে বিজেপি আইটি সেল ‘নাইট ক্লাবে ফূর্তি’ বললেও বেলা গড়াতে তা স্পষ্ট হয়ে যায়। জানা যায়, নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুর ম্যারিয়ট হোটেলে বান্ধবী সুমনিমা উদাসের বিয়ের পার্টিতে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু কে এই সুমনিমা উদাস? কী ভাবে পরিচয় রাহুলের সঙ্গে?

Rahul Gandhi

আরও পড়ুন: অন্ডালগামী স্পাইসজেটের বিমানে ফের গোলযোগ! এবার মাঝপথ থেকেই ফিরতে হল

সুমনিমা ছিলেন সিএনএন-এর সাংবাদিক। দিল্লি করেসপন্ডেন্ট হিসেবে দেড় দশকের বেশি সময় কাজ করেছিলেন তিনি। দিল্লি গণধর্ষণ থেকে চোদ্দর লোকসভা ভোট- সিএনএনের প্রতিনিধি হিসেবে কভার করেছিলেন এই নেপালি তরুণী। সেই সময়েই আলাপ রাহুলের (Rahul Gandhi) সঙ্গে। পরে তা আস্তে আস্তে বন্ধুত্বের পর্যায়ে পৌঁছয়।

সুমনিমার বাবা ভীম উদাস নেপালের অবসরপ্রাপ্ত কূটনীতিক। ছোটবেলা অন্তত দশটি দেশে কেটেছে তাঁর। ফলে আন্তর্জাতিক রাজনীতি, এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক ইত্যাদি, প্রভৃতি নিয়ে তাঁর সম্যক ধারণা ছিল ছোট থেকেই। পরে তা পেশাতেও কাজে দেয়।

Rahul Gandhi

সাংবাদিকতায় একাধিক পুরস্কারও পেয়েছেন সুমনিমা। চোদ্দর লোকসভা ভোট কভারের পরেই সিএনএন-এর উওমেনস এমপাওয়ারমেন্ট বিভাগে বছরের সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছিলেন তিনি। তার ঠিক দুবছর আগে স্পর্শকাতর সাংবাদিকতার জন্য সিনে গোল্ডেন ঈগল সম্মান পেয়েছিলেন সুমনিমা উদাস।

আপাতত তিনি সাংবাদিকতা থেকে দূরে। লুম্বিনি মিউজিয়ামের এক্সিকিউটিভ ডিরেক্টর সুমনিমা। তবে রাহুলের সঙ্গে বন্ধুত্ব রয়েছে অটুট। যে কারণে বান্ধবীর বিয়ের পার্টিতে গত সোমবার যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী।

You might also like