
দ্য ওয়াল ব্যুরো : সাংবাদিক বৈঠক করলেন, কিন্তু একটি প্রশ্নেরও জবাব দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য তাঁকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি টুইটারে লিখেছেন, অভিনন্দন মোদীজি। দারুণ সাংবাদিক বৈঠক করেছেন। আপনি যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তাতেই অর্ধেক কাজ হয়েছে। আশা করি পরেরবার অমিত শাহ আপনাকে প্রশ্নের জবাব দিতে দেবেন।
Congratulations Modi Ji. Excellent Press Conference! Showing up is half the battle. Next time Mr Shah may even allow you to answer a couple of questions. Well done! ?
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2019
ক্ষমতায় আসার পরে পাঁচ বছরে এই প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রী নিজে কোনও প্রশ্নের জবাব না দেওয়ায় আশাহত হয়েছেন অনেকে। এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই মোদী বলেন, আমি দলের অনুগত সৈনিক। তারপরেই বলেন, আমরা দলের সভাপতির সামনে মুখ খুলি না।
পুরো সাংবাদিক বৈঠকে মোদী শুধু বলেন, তাঁর সরকার পাঁচ বছর পূর্ণ করেছে। আগামী দিনে তিনিই পূর্ণ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন। আমাদের দেশে কোনও দল দ্বিতীয়বার গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে, এমন নজির কম। মোদীর দাবি, তিনি সেই নজির সৃষ্টি করতে চলেছেন। তাঁর বারাণসী কেন্দ্রে ভোট হবে ১৯ মে।
এর আগে রাহুল একাধিকবার মোদীর সমালোচনা করে বলেছেন, তিনি প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান। তাই সাংবাদিক বৈঠক করেন না। শুক্রবার প্রধানমন্ত্রী যখন দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠক করছেন, তখন কংগ্রেস সভাপতিও সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, আমি খবর পেয়েছি, কয়েকজন সাংবাদিককে ওই প্রেস কনফারেন্সে যেতে দেওয়া হয়নি।
নিজের সাংবাদিক বৈঠক থেকেই মোদীর উদ্দেশে প্রশ্ন করেন রাহুল। তিনি বলেন, আমি এখানে বসেই প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করতে চাই। তা হল, আপনি রাফায়েল নিয়ে আমার প্রশ্নের জবাব দেননি কেন? তিনি ফের প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে বিতর্কে বসতে চ্যালেঞ্জ করেন।
এর আগে ভোটের প্রচার চলাকালীন মোদী কয়েকবার সাক্ষাৎকার দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আগে থেকে জেনে নেন, তাঁকে কী প্রশ্ন করা হবে। তাঁকে কখনই এমন প্রশ্ন করা যায় না যাতে তিনি অস্বস্তিতে পড়তে পারেন। এদিন মোদীর সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার পরে অমিত শাহ বলেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। সব প্রশ্নের জবাব যে প্রধানমন্ত্রীকেই দিতে হবে, এমন কোনও কথা নেই। তা সত্ত্বেও এক সাংবাদিক প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট নিয়ে মোদীকে প্রশ্ন করতে চেয়েছিলেন। অমিত শাহ জবাব দেন, তাঁরা যে ক্ষমতায় আসবেন, তাতে কোনও সন্দেহই নেই।