
দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার শ্রীনগরে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা। তার আগে উপত্যকার (Kashmir) শান্তি আছে কী নেই, তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।
রবিবার পদযাত্রা শেষে শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা তোলেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বোন প্রিয়ঙ্কা। আজ জনসভায় ২১টি বিজেপি বিরোধী অ-কংগ্রেসি দলকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তারমধ্যে ১২টি দল যোগ দিচ্ছে বলে খবর।
রবিবার লাল চকের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সরব হন রাহুল। কংগ্রেস নেতার বক্তব্য, উপত্যকায় যদি সত্যিই শান্তি ফিরে থাকে তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, (Amit Shah) বিজেপির নেতারা এখানে পদযাত্রা করছেন না কেন? সাহস থাকে তো তাঁরা কাশ্মীর থেকে জম্মু বা জম্মু থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করে দেখান।
পাল্টা বিজেপি নেতারা বলেছেন, উপত্যকার অবস্থা যদি স্বাভাবিক না হবে তাহলে রাহুল জম্মু থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করলেন কীভাবে? তাঁর যাত্রার উপর কোথাও হামলার ঘটনা ঘটেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রশাসন কিছু বিধিনিষেধ আরোপ করতে চেয়েছিল মাত্র। রাহুলের যাত্রাই প্রমাণ করে উপত্যকায় শান্তি ফিরেছে।
উপত্যকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই জম্মু-কাশ্মীরের প্রশাসন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের কয়েকজনকে কিছু এলাকা গাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু রাহুলরা তা শোনেননি। এরই মধ্যে কংগ্রেস নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায় গত শুক্রবার হঠাৎ করেই রাহুলের পাশ থেকে নিরাপত্তা বেষ্টনী সরে যাওয়ায়। ওই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন। সরব হন রাহুলও। রবিবার এই সব প্রসঙ্গ টেনেই রাহুলের পাল্টা প্রশ্ন, এগুলি কীসের লক্ষণ। তিনি বলেন, এখানে বিস্ফোরণ হচ্ছে, টার্গেট কিলিং হচ্ছে।
অমিত শাহকে আলাদা করে রাহুলের নিশানা করার কারণ, জম্মু-কাশ্মীর এখন কেন্দ্র শাসিত অঞ্চল। সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরাসরি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে রয়েছে। রাহুল তাই স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে নিশানা করে বলেন, উপত্যকার পরিস্থিতি যদি এতই ভাল হবে তাহলে অমিত শাহ, বিজেপি নেতারা পদযাত্রা করছেন না কেন?
প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, ভারত জোড়ো যাত্রার প্রভাব গোটা দেশে হয়েছে। কংগ্রেসের সাধারণ কর্মীরা মানুষের কাছে গিয়ে বলেছেন, এই যাত্রার উদ্দেশ। রাহুল ফের বলেন, এই কর্মসূচি কংগ্রেস আয়োজন করেছে। কর্মসূচিটা আম ভারতীয়র।
এরপর কী করবেন রাহুল? প্রাক্তন কংগ্রেস সভাপতি জানিয়েছেন, তাঁর মাথায় কিছু ভাবনা আছে। সেগুলি বাস্তবায়নের চেষ্টা করবেন। আজ শ্রীনগরের সভায় কংগ্রেস সেগুলি ঘোষণা করে কি না সেটাই দেখার।
মমতা অনুব্রত-হীন বীরভূমে, সোমবার দুপুরেই দিল্লিতে কেষ্ট মামলার শুনানি