Latest News

মোদীকে ‘ভিতু’ বলে রাহুলের অহঙ্কার, কাশ্মীরে আমার দিকে কেউ গ্রেনেড ছোড়েনি

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) ‘ভিতু’ বললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে রাহুল জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন। বলেন, “আমি চারদিন কাশ্মীরের রাস্তায় হাঁটলাম। আমার সাদা টি-শার্ট সাদাই আছে। রক্তে লাল হয়ে যায়নি। কারণ, আমার দিকে কেউ গ্রেনেড ছোড়েনি।“

কংগ্রেস নেতা বলেন, “এটাই হল কাশ্মীরিয়ানা। যা শান্তির কথা বলে। নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো বিজেপি নেতাদের সাহস নেই আমার মতো কাশ্মীরের রাস্তায় হাঁটেন।“ প্রধানমন্ত্রী সম্পর্কে সরাসরি ‘ভিতু’ শব্দটি ব্যবহার করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। গতকাল অমিত শাহর সম্পর্কেও একই কথা বলেন তিনি।

রবিবার শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা তোলার পর রাহুল নিশানা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। বলেছিলেন, কাশ্মীরে শান্তি বিরাজ করছে বলে যে দাবি করা হচ্ছে তার প্রমাণ দিন। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত আমার মতো হেঁটে দেখান। রাহুল আজ বলেন,” বিজেপির নেতারা সবাই ভিতু। ওদের তাই পদযাত্রা করার সাহস নেই। আমাকেও ভয় দেখানো হয়েছিল। বলা হয়েছিল কাশ্মীরে পদযাত্রা করার ঝুঁকি না নিতে। কিন্তু আমি জানতাম, কাশ্মীর মানেই হিংসা নয়।“

লক্ষণীয় হল, ভারত জোড়ো যাত্রায় রাহুল মোদী সরকারের নীতি-সিদ্ধান্তের সমালোচনা এবং বিজেপি-আরএসএসের বিরুদ্ধে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ করলেও সরাসরি প্রধানমন্ত্রীকে সেভাবে আক্রমণ করেননি। আজ কর্মসূচির অন্তিম দিনে রাহুলের ভাষণ জুড়ে ছিল মোদীর সমালোচনা। যা শুনে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শ্রীনগরের মঞ্চে বিরোধী জোটের ছবি তুলে ধরার স্বপ্ন সফল না হলেও রাহুল আজ বোঝাতে চাইলেন তিনিই মোদীর প্রধান প্রতিপক্ষ।

প্রাক্তন কংগ্রেস সভাপতি আজ আরও বোঝানোর চেষ্টা করেন, কাশ্মীরের প্রতি অবিচারের কারণেই বিজেপি নেতারা তাঁর মতো পদযাত্রা করার সাহস ধরেন না। তাঁর কথায়, কাশ্মীরের আত্মার মধ্যে হিংসা নেই। সেটা তিনি উপলব্ধি করেন।

তাঁর কথায়, বিজেপি ও আরএসএসের নেতারা হিংসার যন্ত্রণা কী জানেন না। কিন্তু স্কুলে পড়ার সময় থেকে আমি জানি, হিংসা কীভাবে আমাদের জীবন ছারখার করে দেয়। এই প্রসঙ্গে রাহুল স্মরণ করেন ঠাকুমা ইন্দিরার হত্যার (১৯৮৪-র ৩১ অক্টোবর) দিনটি।

ইন্দিরার নাতি বলেন, “আমার তখন চোদ্দ বছর বয়স। সেদিন ভূগোলের ক্লাসে ছিলাম। একজন এসে খবর দিলেন প্রিন্সিপ্যাল আমাকে জরুরি তলব করেছেন। ছুটে গেলাম প্রিন্সিপ্যালের ঘরে। তিনি টেলিফোনের রিসিভারটা ধরিয়ে দিলেন। ওপ্রান্ত থেকে মায়ের এক সহকারী কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুমাকে গুলি করা হয়েছে।“

প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্য, “হিংসা, সন্ত্রাসবাদের বিপদ আমি জানি। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বোঝেন না। রাহুলের দাবি, কাশ্মীরের মানুষ আমাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে।“

হাইস্পিড ট্রেন চালাচ্ছেন মহিলা, নারীদের পছন্দের পেশায় যোগদানের সুযোগ দিচ্ছে সৌদি

You might also like