Latest News

বাইপাস সার্জারি করেছেন মোদী, ওঁর বিরুদ্ধে তদন্ত হোক: রাহুল গান্ধী

দ্য ওয়াল ব্যুরো: রাফাল কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের তেজ আরও বাড়িয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বললেন, ওঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। রাফাল চুক্তিতে প্রতিরক্ষা মন্ত্রককে বাইপাস সার্জারি করেছেন মোদী।

এর আগে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সরকার জানিয়েছিল যে রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কোনও ভূমিকা ছিল না। প্রতিরক্ষা ক্রয় নীতি অনুযায়ী যাবতীয় দরকষাকষি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু ‘দ্য হিন্দু’ সংবাদপত্রে উপর্যুপরি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, কী ভাবে প্রতিরক্ষা মন্ত্রককে এড়িয়ে রাফাল চুক্তিতে নাক গলিয়েছিল প্রধানমন্ত্রীর সচিবালয়। প্রতিরক্ষা মন্ত্রকের রাফাল-নথি ফাইল নোটিং সহ প্রকাশ করেছে ওই সংবাদপত্র।

এ বার সেটাই নতুন অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। এর আগে ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট রাফাল সংক্রান্ত মামলায় স্পষ্ট জানিয়েছিল, দেশের নিরাপত্তার প্রয়োজনে রাফাল কেনা হয়েছে। এ ক্ষেত্রে প্রক্রিয়াগত কোনও ত্রুটিই হয়নি। কিন্তু যে তথ্য ফাঁস এখন হয়েছে, তাতে পুরনো মামলা নতুন করে বিবেচনা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফাল-চুক্তির কাগজ চুরি হয়েছে, এর তদন্ত হবে।

বুধবার সকালে সে প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে তথ্য ফাঁস নিয়ে তদন্ত হবে, আর প্রধানমন্ত্রী যে অনিল আম্বানিকে তিরিশ হাজার কোটি টাকা পাইয়ে দিলেন, তার তদন্ত হবে না। তাঁর কথায়, রাফাল কেলেঙ্কারিতে যে সব তথ্য ও প্রমাণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে, তা সামনে রেখে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি এফআইআর করা যায়।

শুধু রাফাল নয়, পাক-প্রশ্নেও এ দিন মোদীকে বিঁধতে চান রাহুল। মঙ্গলবার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, যারা পাকিস্তানে এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা সবাই পাকিস্তানের পোস্টার বয়। জবাবে রাহুল আজ বলেন, পাঠানকোটে আইএসআই-কে ডেকে কে এনেছিলেন? শপথ গ্রহণ অনুষ্ঠানে কে ঘটা করে ডেকেছিলেন নওয়াজ শরিফকে? আর কেই বা নওয়াজের নাতনির বিয়েতে রাওয়ালপিণ্ডি চলে গিয়েছিলেন বিনা নিমন্ত্রণে! পাকিস্তানের পোস্টার বয় তো মোদীই।

You might also like