
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার শেষ হতে চলেছে। আর কয়েক ঘণ্টা মাত্র। সাজো সাজো রব হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে। ফ্রান্স থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে আম্বালা এয়ারবেসেই ল্যান্ড করবে বহু প্রতীক্ষিত পাঁচ রাফাল ফাইটার জেট। মাঝ আকাশে জ্বালানি ভরেছে গতকালই। এবার সরাসরি আম্বালাতে অবতরণ করবে আজ বেলা ২টো নাগাদ। তার জন্য আম্বালা বায়ুসেনা ঘাঁটি ও তার আশপাশে সুরক্ষাব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
এয়ার ফোর্স স্টেশন সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকেই। আজ বিকেল ৫টা অবধি রাস্তা বন্ধ থাকবে। এয়ারবেস লাগোয়া চারটি গ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাস্তাঘাটে লোকজনের জমায়েত, বাড়ির ছাদে উঠে প্রস্তুতি দেখার অনুমতি নেই কারও। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। এয়ারবেস ও লাগোয়া চত্বরে আকাশে চক্কর কাটছে ড্রোন। চারদিক থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার ফ্রান্স থেকে যাত্রা শুরু করেছিল পাঁচটি রাফাল ফাইটার জেট। ভারতীয় বায়ুসেনার পাইলটরা এই রাফাল উড়িয়ে আনছেন ফ্রান্স থেকে। সূত্রের খবর, আজ সকালে একবার সাময়িক বিরতি নিয়েছে আবু ধাবির আস ধাফরা এয়ার বেসে। সেখান থেকে ফের উড়ান শুরু করেছে সকাল ১১ টা নাগাদ। দুপুরের মধ্যে ল্যান্ড করবে আম্বালায়। পাঁচ রাফালকে স্বাগত জানাতে আম্বালা এয়ারবেসে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া।
Haryana: Media vans and journalists present in Ambala to cover the arrival of #Rafale fighter jets pic.twitter.com/Kmnu2lZ2oQ
— ANI (@ANI) July 29, 2020
আম্বালা এয়ারবেসের ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় এই স্কোয়াড্রনের দায়িত্বে ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। আজ ফের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে বলেই জানিয়েছেন বায়ুসেনা আধিকারিকরা।
৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। বায়ুসেনা সূত্রে খবর, ভারতের জন্য ১০টি রাফাল জেট তৈরি রেখেছে ফরাসি সংস্থা। তার মধ্যে পাঁচটি চলে আসবে এ বছরেই। মে মাসেই প্রথম চারটি রাফাল ভারতের হাতে আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে এই সময় পিছিয়ে যায়।
ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রেও নির্ভুল নিশানা লাগাতে পারে। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারে রাফাল। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের।
রাফালকে আরও শক্তিশালী করার জন্য ‘মেটিওর’ এবং ‘স্কাল্প’ নামে দুটি মিসাইল যোগ করেছে দাসো অ্যাভিয়েশন। মেটিওর ও স্কাল্প মিসাইল বানিয়ছে ইউরোপিয়ান অস্ত্র নির্মাতা সংস্থা এমবিডিএ।