Latest News

Purulia: স্ত্রী, সন্তানদের কুপিয়ে খুন! তারপর নিজেই থানায় ফোন করল পুরুলিয়ার গৌতম

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। তারপর নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। সুবিধা করতে না পারায় শেষমেশ থানায় ফোন করে নিজেই নিজের দোষ কবুল করে নেয়। পুলিশ গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে (Purulia)।

আরও পড়ুন: বিজেপি করার ‘অপরাধেই’ জল অমিল! হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার রাঙ্গাডি গ্রামে। ধৃতের নাম গৌতম মাহাতো। গভীর রাতে নিজের স্ত্রী মমতা মাহাতো, ছয় বছরের ছেলে দেবজিৎ ও সাড়ে তিন বছরের মেয়ে প্রিয়াকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে সে। থানায় ফোন করে সবটা জানায় নিজেই। এমনকি গৌতম পুলিশকে এও জানায় খুনের পর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সে। রাগের মাথাতেই স্ত্রী, সন্তানদের এভাবে খুন করেছে বলে জানিয়েছে গৌতম।

কাশীপুর কল্লোলী গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গৌতম মাহাতো। সেখানেই পুলিশ তার বয়ান রেকর্ড করেছে। বৌয়ের সঙ্গে মতের অমিল ছিল বলে কবুল করেছে সে। কিন্তু খুন করতে চায়নি, যা ঘটেছে সবটাই রাগের বশে, এমনটাই দাবি করেছে গৌতম।

খুনে ব্যবহৃত কুড়ুল উদ্ধার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই খুন করা হয়েছে তার কারণ নিয়ে এখনও খানিকটা ধন্দে রয়েছে পুলিশ। পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, গৌতম ও তার স্ত্রীর মধ্যে তেমন কোনও দাম্পত্য কলহ ছিল না। কেন এমনটা হল কেউ পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।

You might also like