
দ্য ওয়াল ব্যুরো, সাগরদ্বীপ: ভারত হিন্দুরাষ্ট্র হোক, ফের দাবি করলেন শঙ্করাচার্য। পাশাপাশি বললেন, ‘ভারত হিন্দুরাষ্ট্র হলে একবছরের মধ্যে মরিশাস-সহ বিশ্বের আরও পাঁচটি দেশ নিজেদের হিন্দুরাষ্ট্র ঘোষণা করবে।
এদিন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে বসে পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী আরও বললেন, ‘রাজনৈতিক দলগুলির ভোটের সময় করোনা হয় না। যত করোনা তীর্থে হয়। অথচ সাধুরাই একমাত্র সঠিক করোনাবিধি মেনে আসছে প্রাচীন যুগ থেকে।
মেলার সমর্থন জানিয়ে হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, ‘আগামী দিনে ভারত, নেপাল ও ভুটান হিন্দুরাষ্ট্র হবে। পৃথিবীর কোথাও হিন্দুরা অত্যাচারিত হলে ভারত, নেপাল ও ভুটানে আশ্রয় পাবে। বাংলাদেশে হিন্দুদের ওপর যা হচ্ছে এদেশের সংখ্যালঘুদের ওপর সেরকম হলে, তাঁর দায় কে নেবে?
তাঁর মতে, ‘গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার স্বীকৃতি দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের।’