
দ্য ওয়াল ব্যুরো : পাঞ্জাবে (Punjab) ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। গণনা হবে ১০ মার্চ (10th March )। নির্বাচন কমিশন এদিন পাঞ্জাব বাদে গোয়া (Goa), মণিপুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। উত্তরপ্রদেশে ভোটপর্ব শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। মোট সাত দফায় ভোট নেওয়া হবে। গণনা হবে ১০ মার্চ। ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাব বাদে গোয়া এবং উত্তরাখণ্ডেও ভোট হবে। মণিপুরে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ।
পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করবে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ইতিমধ্যে জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোট করবেন। যে পাঁচটি রাজ্যে নির্বাচন হবে, তাদের মধ্যে পাঞ্জাব বাদে আর সব জায়গাতেই ক্ষমতায় আছে বিজেপি।
কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যেই এবার ভোট হবে। পাঁচটি রাজ্যে মোট ৬৯০ আসনে ভোটের জন্য কড়া কোভিড বিধি জারি করেছে নির্বাচন কমিশন। পাঞ্জাবে ভোট হয়েছে মোট ১১৭ টি আসনে। এদিন থেকেই পাঁচটি রাজ্যে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি।