
দ্য ওয়াল ব্যুরো : পুনে পুলিশের সাইবারক্রাইম (Cybercrime) সেলে কাজ করতেন কনস্টেবল দিলীপ তুকারাম খানডারে (Dilip Tukaram Khandare)। তিনি জানতে পারেন, শেয়ার ট্রেডার (Share Trader) বিনয় নায়েক ৩০০ কোটি টাকার বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির মালিক। দিলীপ কয়েকজন অপরাধীকে সেকথা জানান। তাঁরা বিনয়কে অপহরণ করে ওই ক্রিপ্টোকারেন্সি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেন।
১৪ জানুয়ারি এক হোটেল থেকে বিনয়কে অপহরণ করেন দিলীপ। বিনয়ের বন্ধুরা পুলিশে এফআইআর করেন। তদন্ত শুরু হয়। পুলিশের জোন টু ডেপুটি কমিশনার আনন্দ ভোইতে বলেন, ধরা পড়ার ভয়ে অভিযুক্তরা বিনয়কে ছেড়ে দেন। তাঁকে বাড়ির কাছাকাছি পৌঁছে দেওয়া হয়। বিনয় তখন পুলিশকে জানান, বিটকয়েনের জন্য তাঁকে অপহরণ করা হয়েছিল। এরপরে অভিযুক্তরা গ্রেফতার হন।
পুলিশ জানিয়েছে, কনস্টেবল খানডারে বাদে আরও সাতজন গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে আছেন সুনীল রাম সিন্ধে, বসন্ত শ্যামরাও চবন, ফ্রান্সিস টিমোথি ডিসুজা, ময়ূর মহেন্দ্র শিরকে, প্রদীপ কাশীনাথ কাটে, নিকো রাজেশ বনসল এবং সতীশ চন্দ্রকান্ত খোট। তাঁরা সকলেই এখন আছেন পুলিশ হেপাজতে।