
দ্য ওয়াল ব্যুরো: বিবির পোস্টে মিয়াঁর কমেন্ট। তাতেই ঝড় উঠল ভক্তকূলে। তবে এই প্রথম বার নয়। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের পোস্টে প্রায়শই নজর কাড়া কমেন্ট করেন তাঁরা। চর্চার বিষয়ও হন হামেশাই। কিন্তু বিয়ের পরে এই প্রথম হল এমনটা। আসন্ন ছবি ‘ছপক’ নিয়ে দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বাক্সে রণবীর লিখে এলেন, “প্রাউড অফ ইউ, বেবি।”
সোমবার সকালে দীপিকা ইনস্টাগ্রামে লেখেন, “একটি ভয় এবং আনন্দের গল্প। অদম্য লড়াইয়ের গল্প।” ছপক সিনেমা নিয়ে এ কথা লেখার পরেই রণবীর কমেন্ট করেন, তিনি দীপিকার জন্য গর্বিত। সেই সঙ্গে হাততালি দেওয়ার কয়েকটি ইমোটিকনও জুড়ে দেন তিনি। আর তাই দেখেই গলেছে ভক্তদের হৃদয়।
এমনিতেই দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না সাধারণ মানুষের। তবে বিয়ের আগেও তাঁদের প্রেম নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় উত্তেজিত হতে দেখা যেত অনেককে। এবার একে সদ্য বিয়ের আমেজ, তার উপরে সোশ্যাল মিডিয়ায় পরস্পরের প্রতি এই অনুরাগের প্রকাশ। তাই সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি।