
দ্য ওয়াল ব্যুরো,বাঁকুড়া: স্কুলে স্কুলে মিডডে মিলের (Mid day Meal) হাল হকিকত দেখতে বাঁকুড়ায় যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় দলের। কিন্তু তাদের আসার আগেই মিডডে মিল নিয়ে কারচুপির অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার (Bankura School) চাঁদড়া হাইস্কুল।
বাঁকুড়া শালতোড়ায় থাকা এই স্কুল মিডডে মিলের রান্না করে দুটি স্বনির্ভরগোষ্ঠী। কিন্তু এলাকার বাকি গোষ্ঠীর সদস্যদের স্কুলে রান্না করার সুযোগ দেওয়া হয় না। স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কাজের সুযোগ দেওয়া হয়নি অন্যান্য গোষ্ঠীকে বলে অভিযোগ। তাই বঞ্চিত গোষ্ঠীগুলির সদস্যরা বিহিত চেয়ে স্কুলের রান্না ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
বঞ্চিত গোষ্ঠীর এক সদস্য রিনা আখুলির অভিযোগ, ‘ স্কুলে মিডডে মিলে সামগ্রী নিয়ে কারচুপি হয়। পুরনো গোষ্ঠীর সদস্যরা কোনও হিসাব দেখতে চাইত না। কিন্তু আমরা যাঁরা নতুন গোষ্ঠী করছি, তাঁরা হিসাব দেখতে চাই। তাই হয়ত আমাদের কাজ দেওয়া হয় না।’ নভেম্বর মাসের একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এই মাসে স্কুল পুজো ছুটি থাকে তবুও ন’টা গ্যাস সিলিন্ডার খালি হল কীভাবে?’
এই অভিযোগ মিডডে মিলের হিসাবে কারচুপির অভিযোগ তুলে প্রায় ১৫ টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা স্কুল চত্বরে বিক্ষোভ দেখান। এর জেরে থমকে যায় বিদ্যালয়ে রান্নার কাজ। পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে। পৌঁছে ঘটনার সামাল দেয়। শালতোড়া যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন মালাকারও সেখানে পৌঁছন।
বেআইনি কাজের অভিযোগ! স্বাস্থ্য ভবনে জবাব দিয়ে জলপাইগুড়ির অঙ্কুরের বললেন, ‘হাইকোর্টে যাব’