
দ্য ওয়াল ব্যুরো: চাকরিপ্রার্থীদের ফের উত্তপ্ত হয়ে উঠল করুণাময়ী চত্বর (Saltlake Protest)। মঙ্গলবার সকাল থেকেই চাকরির দাবিতে সল্টলেকের আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। প্রথমে পুলিশ তাঁদের সরে যেতে বলে, কিন্তু বিক্ষোভকারীরা এলাকা ছাড়তে রাজি হন না। তারপরই পুলিশ বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
জানা গেছে, এদিন সকাল থেকেই আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে করুণাময়ীর পর্ষদের অফিসের সামনে জমায়েত করতে শুরু করে। বেলা গড়াতেই বিক্ষোভকারীদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
এদিকে এই বিক্ষোভ রুখতে সকাল থেকেই প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল আচার্য ভবন। পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে, কিন্তু চাকরির দাবিতে অবস্থানে অনড় থাকেন প্রার্থীরা। ব্যারিকেড টপকে এগোতে গেলেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে।
তারপরই পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে শুরু করে। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। আন্দোলকারীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু পুলিশ জোর করে তাঁদের সরিয়ে দিয়েছে।
মমতার অফিসার আস্ত মিউজিক ভিডিও বানিয়ে ফেললেন, চির সবুজ বিবেকের গলায় ‘চির নতুন কলকাতা’