Latest News

কলকাতায় বিজেপির দুয়ারে তৃণমূলের বিক্ষোভ, ত্রিপুরায় পৌঁছে অভিষেকের তোপ বিপ্লবকে

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ত্রিপুরার মাটিতে তৃণমূল-বিজেপি যে অশান্তি হয়েছিল তারপর ফিরহাদ হাকিম বলেছিলেন, তোমরা এখানে একটা মারলে বাংলায় আমরা চারটে মারতে পারি।

রবিবার আগরতলা পুলিশ সায়নী ঘোষকে গ্রেফতার করেছে। রক্তক্ষয়ী সংঘাত হয়েছে দুই দলের। তারপর দেখা গেল কলকাতায় বিজেপি রাজ্য অফিসের দোরগোড়ায় বিক্ষোভে বসে পড়ল তৃণমূল (protest)। দিলীপ ঘোষদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা হল, গণতন্ত্রের বড় বড় বুলি ত্রিপুরার মাটিতে কোথায় গেল?

‘জটায়ুকে দেখে একেনবাবু লিখিনি’, জানালেন স্রষ্টা! এবার বড়পর্দায় আসছেন একেন

যদিও দিলীপ ঘোষ এসবে নির্লিপ্ত। তিনি এদিন ইকো পার্কে মর্নিংওয়াক সেরে সায়নীর গ্রেফতারি নিয়ে বলেছেন, যা হয়েছে ঠিকই আছে। ধমকালে, চমকালে এমনই হবে।

সোমবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল ছিল তা বিপ্লব দেবের প্রশাসন বাতিল করেছে গতকাল। রবিবার অভিষেকের চার্টার্ড বিমানও আগরতলায় নামতে অনুমতি দেওয়া হয়নি। তবে সোমবার সকালে আগরতলায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই মানুষকে ভয় দেখাতে চাইছে। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে মানুষকে ভোট দিতে দিক। এদিন দুপুর তিনটের আগরতলার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করার সূচি রয়েছে অভিষেকের।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like