Latest News

জঙ্গি দলে যোগ দিয়ে খতম অধ্যাপক

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি জঙ্গিদের দলে যোগ দিয়েছিলেন এক অধ্যাপক। রবিবার সকালে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হলেন তিনি।

তাঁর নাম মহম্মদ রফি বাট। তিনি একসময় কাশ্মীর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। কয়েক বছর আগে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দেন। পুলিশের উচ্চপদস্থ অফিসার শৈলেন্দ্র মিশ্র বলেন, আমরা মহম্মদ রফি বাটের মা-বাবাকে অনুরোধ করেছিলাম, তাঁরা যেন ছেলেকে আত্মসমর্পণ করতে বলেন। সেইমতো তাঁরা আবেদন জানিয়েছিলেন। কিন্তু ছেলে তাঁদের কথা শোনেনি।

রবিবার মহম্মদ রফি বাট বাদিগাম গ্রামে সম্ভবত হিজবুলের কম্যান্ডার সাদ্দাম পদদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। তাদের দেখে জঙ্গিরা গুলি চালাতে থাকে । দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পরে পাঁচ জঙ্গি নিহত হয়। এক সিআরপি জওয়ান ও এক সেনাকর্মীরও আঘাত লেগেছে।

You might also like