Latest News

বিরাট ভুল! অস্কার জয়ী ছবির বিষয়ে এ কী বললেন প্রিয়াঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: বলিউডকে একপ্রকার বিদায় জানিয়ে পাকাপাকি ভাবেই হলিউডে নিজের কেরিয়ার গুছিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে, বলিউডের বিভিন্ন বিষয়ে প্রায়ই মন্তব্য করতে শোনা যায় প্রিয়াঙ্কাকে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কার জয়ী ছবি আরআরআর’কে (RRR) নিয়ে ভুল মন্তব্য করে বসলেন তিনি।

আর্মচেয়ার এক্সপার্ট নামে এক পডকাস্ট সাক্ষাৎকারে বলিউডের একাধিক বিষয়ে সরব হন প্রিয়াঙ্কা। বলিউডের বর্ণ বিদ্বেষ নিয়েও মুখ খোলেন তিনি। তবে, যখন ভারতের অস্কার জয়ী আরআরআর ছবির প্রসঙ্গ ওঠে তখনই ভুলবশত এই ছবিকে তামিল ছবি বলে বসেন অভিনেত্রী। আসলে, এটি একটি তেলুগু ছবি।

তবে, অস্কার জয়ী ছবির প্রশংসাই ছিল প্রিয়াঙ্কার মুখে। তাঁর কথায় হলিউডের অ্যাভেঞ্জার্স ছবির মতোই বড় ছবি এটি। বলিউডের ছবি বানানোর পরিস্থিতি যে আগের চেয়ে অনেক বদলে গিয়েছে সে কথা বলতে গিয়েই এই প্রসঙ্গের অবতারণা করেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রীর এমন ভুলে ক্ষুব্ধ নেটিজেনরা। কেউ বলছেন, সম্মান হারিয়ে গেল। আবার কারুর মন্তব্য, সাক্ষাৎকার দেওয়ার আগে সঠিক তথ্য জেনে নেওয়া উচিত ছিল অভিনেত্রীর। যদিও নিজের ভুল সংশোধন করে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি প্রিয়াঙ্কা।

রাঘব-পরিণীতির প্রণয় কি গড়াবে পরিণয়ে! বিভিন্ন রেস্তরাঁ, পার্টিতে প্রায়ই ফ্রেমবন্দি যুগলে, দেখুন ছবি

You might also like