Latest News

কেন্দ্রীয় দল আসার সম্ভাবনায় বাঁকুড়ায় মিডডে মিলের বোর্ডে প্রধানমন্ত্রী পোষণ শক্তি

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মিডডে মিল (Midday Meal) পরিদর্শনে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল (Central Party)। বিভিন্ন জেলায় শুরু হয়েছে পরিদর্শন। কেন্দ্রীয় দল পা রাখার আগেই রাতারাতি বাঁকুড়ার (Bankura) স্কুলে স্কুলে বদলে ফেলা হল মিডডে মিলের বোর্ড। মিডডে মিল স্কিম মুছে লেখা হল প্রধানমন্ত্রী (Prime Minister) পোষণ শক্তি নির্মাণ। আর এই নিয়েই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠল। অভিযোগ, এর আগে একই ভাবে কেন্দ্রীয় দল আসার আগে রাতারাতি বদলে ফেলা হয়েছিল সড়ক যোজনা ও আবাস যোজনার ফলক।

রাজ্যে মিডডে মিল চালু হওয়ার সময় থেকেই স্কুলে স্কুলে কোথাও দেওয়াল লিখন আবার কোথাও বোর্ডে প্রকল্পের নাম হিসাবে লেখা ছিল মিডডে মিল স্কিম। সম্প্রতি এ রাজ্যে মিডডে মিলের অবস্থা সরেজমিনে দেখতে এসেছে কেন্দ্রীয় দল। বাঁকুড়া জেলায় এখনও সেই দল পা না রাখলেও রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলে স্কুলে কেন্দ্রীয় দলের ঘুরে বেড়ানোর খবরে নড়েচড়ে বসল জেলা স্কুল শিক্ষা দফতর। কেন্দ্রীয় দল বাঁকুড়া জেলাতেও যেতে পারে এমন সম্ভাবনার কথা মাথায় রেখে স্কুল শিক্ষা দফতরের তরফে স্কুলগুলিকে নির্দেশিকা দেওয়া হয় রাতারাতি মিডডে মিল স্কিম লেখা বোর্ড সরিয়ে সেই জায়গায় প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ লেখার।

সেই নির্দেশিকা পেতেই স্কুলে স্কুলে তড়িঘড়ি পুরোনো বোর্ড মুছে ফেলে নতুন বোর্ড লেখার কাজ শুরু হয়েছে। স্কুলের মিডডে মিল প্রকল্পের বোর্ডে কেন রাতারাতি নাম বদল? স্কুলের শিক্ষকরা বলছেন কারণ জানা নেই। তবে স্কুল শিক্ষা দফতরের নির্দেশ আসাতেই তড়িঘড়ি এই কাজ করতে হচ্ছে।

বিষয়টি নিয়ে মুখে কুলুপ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। তবে রাতারাতি প্রকল্পের নাম লেখা বোর্ড বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে এতদিন নিজের বলে চালাচ্ছিল রাজ্য সরকার। স্থানীয় বিজেপি নেতা নীরজ কুমার বলেন, “কেন্দ্রীয় দল ধরে ফেলতে পারে এমন আশঙ্কায় আবাস ও সড়ক যোজনার নাম লেখা বোর্ড বদল করেছিল রাজ্য সরকার। এবার সেই একই কারণে মিডডে মিলের বোর্ড বদল করা হচ্ছে।

তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলার তৃণমূল নেতা আশুতোষ মুখোপাধ্যায় বলেন, “মিডডে মিলের বোর্ডে এতদিন না ছিল রাজ্যের নাম, না ছিল কেন্দ্রের নাম। ২০২১ সালের নির্বাচনে এ রাজ্যে বিজেপির ভরাডুবির পর প্রতিহিংসার কারণে কেন্দ্রের সরকার প্রধানমন্ত্রীর নাম প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনা তারই উদাহরণ।

আদানিদের কত ঋণ? ব্যাঙ্কগুলির কাছে জানতে চাইল আরবিআই, জেপিসি চাইছে বিরোধীরা

You might also like