
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষকদের বদলি (Primary Teacher Transfer) প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা বদলির আবেদন করে থাকেন। কিন্তু, এখন সেই প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে।
পর্ষদ দফতর সূত্রে খবর, বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, হাইকোর্টের নির্দেশে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তার জেরেই এই সিদ্ধান্ত। শূন্যপদ তৈরি করে এই নিয়োগ করা হবে। যদি এর মধ্যে বদলি প্রক্রিয়া চালু থাকে তবে শূন্যপদ তৈরিতে সমস্যা হতে পারে।
শুক্রবারই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। হাইকোর্টের নির্দেশ মেনে ১৮৯ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে আগামী সোমবার। সেদিনই তাঁদের নথি যাচাই করা হবে।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ এবং ২০১৯ সালে নিয়োগ দেয় রাজ্য সরকার। কিন্তু পৃথক পৃথক ছ’টি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। মামলাকারীরা আর্জি জানান, যে ছ’টি প্রশ্ন ভুল ছিল তা তাঁরা উত্তর দিয়েছিলেন। ফলে সেই প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। সেই মতো ১৮৯ জনের নম্বর বাড়ে। তাঁদের চাকরির জন্য পর্ষদকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রয়োজনে শূন্যপদ তৈরি করার নির্দেশও দেন। সেই মতোই বিজ্ঞপ্তি জারি করে ১৮৯জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। শিগগির এই শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে বলেও জানায় পর্ষদ।
ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে ‘বিশেষ’ ব্যবস্থা নিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, নির্দেশ স্বাস্থ্য দফতরের