
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে ভুল প্রশ্ন মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Council) সভাপতি মানিক ভট্টাচার্য। এখনই জরিমানা হচ্ছে না তাঁর। এবিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বউয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন যুবক! ভাইরাল ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কে ব্যক্তিগতভাবে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। তার পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছ, আগামী দিনে এই জরিমানা হবে কিনা তা নিয়ে রায় দেওয়া হবে।
পাশাপাশি ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ভুল সংক্রান্ত মামলায় ১৯ জনকে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত সেই রিপোর্ট আদালতে আগামী ১অক্টোবরের মধ্যে জমা করতে হবে। তারপরেই আদালত তার জরিমানার বিষয়টি বিচার করবে বলে জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।