দ্য ওয়াল ব্যুরো: বর্ষায় যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা না ঘটে। সেই লক্ষে তৎপর হয়েছে বিদ্যুৎমন্ত্রক। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিইএসসি, ডব্লুবিএসই সহ অন্যান্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনা এড়াতে এখন থেকেই উদ্যোগ নিন। বিদ্যুৎ দফতরের অফিসারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, সতর্ক থাকুন।