Latest News

করোনা থেকে সেরে ওঠা গর্ভবতীকে ভর্তি করতে অস্বীকার হাসপাতালের, মৃত যমজ প্রসব করলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো : গত ১৫ সেপ্টেম্বর করোনা থেকে সেরে উঠেছিলেন এক গর্ভবতী মহিলা। কিন্তু সন্তান প্রসবের সময় তাঁকে ভর্তি করতে চাইল না একাধিক হাসপাতাল। শেষে মৃত যমজ সন্তান প্রসব করলেন সেই মহিলা। কেরলের মালাপ্পুরম জেলার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রেস বিবৃতিতে তিনি বলেছেন, ব্যাপারটা অত্যন্ত বেদনাদায়ক। যারা এর জন্য দায়ী, তারা অবশ্যই শাস্তি পাবে।

ওই মহিলার স্বামীর নাম এন সি শরিফ। তিনি পেশায় সাংবাদিক। ১৪ ঘণ্টা ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরে তিনি স্ত্রীকে ভর্তি করার চেষ্টা চালান। গত শুক্র ও শনিবার সরকারি ও বেসরকারি কয়েকটি হাসপাতাল তাঁকে ফিরিয়ে দেয়। শরিফ বলেন, তিনি দু’টি জেলার বিভিন্ন হাসপাতালে স্ত্রীকে ভর্তি করানোর চেষ্টা চালিয়েছিলেন। শেষপর্যন্ত ওই গর্ভবতী ভর্তি হন কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে।

শরিফ জানিয়েছেন, মানজেরি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে বলা হয়েছিল, এখানে কেবল কোভিড রোগীরাই ভর্তি হতে পারেন। একটি প্রাইভেট হাসপাতাল বলেছিল, গর্ভবতী ফের করোনায় আক্রান্ত হতে পারেন।

সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ পেরিয়ে গিয়েছে। সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৫ হাজারেরও বেশি মানুষের। তবে এর পাশাপাশি সুস্থও হয়েছে ৫০ লক্ষের বেশি। যদিও ভারতে এখনও অ্যাকটিভ কেস সাড়ে ৯ লক্ষের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬০,৭৪,৭০২। কোভিড সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে মোট ৯৫,৫৪২ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫০,১৬,৫২০ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৬২,৬৪০।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২,১৭০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৩৯ জনের। আর সুস্থ হয়েছেন ৭৪,৮৯৩ জন। ভারতে এখন সুস্থতার হার ৮২.৫৮ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৭ শতাংশ। দৈনিক সংক্রমণের তুলনায় আজ ফের কমেছে সুস্থতার সংখ্যা।

বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে আমেরিকা। আর মৃতের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় অবশ্য বিশ্বের কোভিড পরিসংখ্যানে ব্রাজিলের স্থান তৃতীয়।

You might also like