
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা (Post Poll violence) মামলায় রাজ্য পুলিশের যে যে বিষয়ে তদন্ত কয়ারর কথা সে বিষয়ে প্রশাসন ঢিলেমি দিচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে ভোট পরবর্তী হিংসার শুনানি ছিল। সোয়াল জওয়াব শেষে এদিন আদালত পৃথক একটি দুই সদস্যের কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন। সেই কমিটিতে থাকবেন জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনের একজন করে সদস্য।
ভোট পরবর্তী হিংসা মামলাকে দুটি ভাগে ভাগ করে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। খুন, ধর্ষণের মতো অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য সিবিআইকে ভার দিয়েছিল আদালত। এদিন সিবিআইয়ের তরফে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে সিবিআই তদন্তের চতুর্থ রিপোর্ট পেশ করেন।
আনিস কাণ্ডে সিটের তদন্তে প্রভাব খাটানো যাবে না, কড়া নির্দেশ আদালতের
এদিন বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, শত শত মামলায় পুলিশ কোনও গা করছে না। যাঁরা মামলা করেছেন, অভিযোগকারী, তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁরা আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন।
আদালত এদিন জানতে চায়, কোন কোন জেলায় এই ধরনের গাফিলতি রয়েছে? বিজেপির আইনজীবী জবাবে বলেন, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম-সহ সব জেলাতেই কম বেশি এই ঘটনা রয়েছে।
পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন। এই অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারীদের শুধু নিরাপত্তাই নয় তাঁরা যাতে সাংসারিক জীবনে শান্তিতে যাতে বসবাস করতে পারেন সেটাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে। অভিযোগকারীদের থেকে তথ্য সংগ্রহ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে দুই সদস্যের কমিটিকে।