Latest News

নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের, হেনস্থা মহকুমা শাসককে

দ্য ওয়াল ব্যুরো:  ভোটকেন্দ্র থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের দেহ উদ্ধারের ঘটনায়, বুধবার সকাল থেকে তেতে উঠল রায়গঞ্জ।

সোমবার ইটাহারের বানবোল জুনিয়ার হাইস্কুলে ভোট ডিউটি করতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে বুথ থেকে কুড়ি কিলোমিটার দূরে রেললাইনের ধার থেকে মেলে তার খণ্ডবিখণ্ড দেহ।

 

আরও পড়ুন : রেল লাইন থেকে মিলল প্রিসাইডিং অফিসারের খণ্ডবিখণ্ড দেহ

 

বুধবার এর খবর ছড়াতেই প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ে। সকালে রায়গঞ্জের রবীন্দ্রভবনে ভোটগণনার প্রশিক্ষণ নিতে এসেছিলেন ভোটকর্মীরা। ঘটনার কথা জানতে পেরেই বিক্ষোভ শুরু করেন তাঁরা।

প্রশিক্ষণ দিতে আসা মহকুমা শাসক তাঁদের বোঝাতে গেলে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর নিরাপত্তার দাবীতে রায়গঞ্জের ঘড়িমোড়ে অবরোধ শুরু করেন তাঁরা।

নিরাপত্তার দাবীতে ভোটকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরেও। সেখানে পিডব্লুডি মোড়ে কাছে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন তাঁরা।

নবান্ন সূত্রে অবশ্য জানানো হয়েছে, বিক্ষোভকারীরা ভোটকর্মী নন। তাঁরা শিক্ষক সংগঠন এবিটিএ-র সদস্য।

You might also like