
দ্য ওয়াল ব্যুরো: ৫০০ নয়, ২৫০ জনের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলো। করোনার বাড়বাড়ন্ত দেখেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, নির্বাচন সংক্রান্ত আগের নোটিশে বদল আনা হয়েছে। ২৫০ জনের উপস্থিতিতেই সভা করা যাবে।
পাশাপাশি, ভার্চুয়াল প্রচারের দিকে বেশি জোর দিতে বলেছে কমিশন। করোনার মধ্যে বেশি লোকের জমায়েত একেবারেই কাম্য নয়, তাই যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভাল বলে মনে করছে কমিশন।
এছাড়া আগের নির্দেশিকা মতই বহাল রইল একাধিক নিয়মাবলী। রোড শো, বাইক র্যালি ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডোর টু ডোর ক্যাম্পেনে পাঁচজনের বেশি লোকের জমায়েতে না। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ মিটিংও যাতে কোনও হলে ২০০ জনের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাত ৮ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও প্রচার করা যাবে না।
করোনা পরিস্থিতিতে নির্বাচন করা নিয়ে এমনিতেই নানা মহলে আলোচনা হচ্ছে। নির্বাচন মানেই, প্রচুর লোকের সমাবেশ, সেখানে করোনা বিধি উপেক্ষিত থাকবে। এহেন পরিস্থিতিতে এই মুহূর্তে নির্বাচন স্থগিতের জন্য মামলার শুনানিও চলছে আদালতে।