Latest News

বাগুইআটিতে উদ্ধার বার ডান্সারের দেহ, শ্বাসরোধ করে খুন বলে অনুমান, নিখোঁজ পুরুষসঙ্গী

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন ধরেই তরুণীকে দেখতে পাননি প্রতিবেশীরা। হঠাতই আজ, রবিবার সকাল থেকে তরুণীর ঘর থেকে প্রবল দুর্গন্ধ পেতে শুরু করেন তাঁরা। ডাকাডাকি করে সাড়া না মেলায় ভাঙা হয় দরজা, উদ্ধার হয় তরুণীর মৃতদেহ। পুলিশ জানিয়েছে, বাগুইআটির এই ঘটনায় মৃত ওই তরুণীর নাম সুইটি। তিনি আদতে পঞ্জাবের বাসিন্দা৷ কলকাতার একটি বারে ডান্সার ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। সন্দেহের তির পুরুষসঙ্গী সৌরভের দিকে। ঘটনার পর থেকেই নিখোঁজ সৌরভ।

স্থানীয় সূত্রের খবর, কয়েক মাস আগে সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সুইটির। বাগুইআটি এলাকার ইস্ট মল রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন দু’জনে। প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা দু’জন নিজেদের মতোই থাকতেন। আশপাশের কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না।  গত ৩১ ডিসেম্বর শেষ বার সুইটিকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল৷ আচমকা এমন ঘটনায় চমকে গেছেন সকলেই।

An Images

পুলিশ জানিয়েছে, সুইটির দেহ উদ্ধারের পর থেকে সৌরভের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাই সৌরভই তাঁকে খুন করে পালিয়েছে বলে মনে করছে পুলিশ। সম্পর্কের তিক্ততার কারণে সুইটিকে খুন হতে হয়েছে বলে অনুমান প্রাথমিক ভাবে। যদিও পড়শিরা জানিয়েছেন, দু’জনের মধ্যে কোনও গন্ডগোলের আঁচ তাঁরা পাননি। ফলে ঠিক কী কারণে সুইটিকে খুন হতে হল, সৌরভই খুন করেছেন কিনা– এসব নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। এর পেছনে তৃতীয় কোনও ব্যক্তির হাত আছে কিনা, সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

পুলিশ সূত্রের খবর, তরুণীর নাকের পাশে রক্তের দাগ ছিল। তবে খালি চোখে দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। পাশাপাশি খোঁজ চলছে সৌরভেরও। তাঁকে জেরা করা গেলে খুনের সূত্র মিলতে পারে বলেই মনে করছে পুলিশ।

You might also like