Latest News

তারকেশ্বরে সিভিক ভলান্টিয়ারের হাতে আক্রান্ত পুলিশ, প্রতিমা ভাসান ঘিরে অশান্তি

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রতিমা ভাসানের (Durga immersion) সময় শোভাযাত্রাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে (Tarkeswar)। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের (civic volunteer) হাতে আক্রান্ত হন বেশ কয়েকজন উদ্যোক্তা, এমনকি পুলিশও। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক সিভিক পুলিশ-সহ মোট ছয়জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তারকেশ্বরের সামসেরপুর এলাকার একটি ক্লাবের প্রতিমা বিসর্জনের সময় ভিড়ের মধ্যে এক অটোচালককে ধীরেসুস্থে গাড়ি চালানোর অনুরোধ করেন ওই পুজো কমিটির সদস্যরা। এরপরই ওই অটোচালক হরিপাল থানার সিভিক কর্মী পশুপতি মালিক-সহ আরও জনাপঞ্চাশ যুবককে সঙ্গে নিয়ে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয়। এমনকি ঘটনাস্থলে থাকা কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীকেও মারধর করে বলে অভিযোগ।

এরপরই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিপাল থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার পশুপতি মালিক-সহ মোট ছয়জনকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। একইসঙ্গে বাজেয়াপ্ত হয় ১২টি অটো। ধৃতদের আজ চন্দননগর মহুকুমা আদালতে তোলা হয়। পুলিশকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের উপর।

দশমীতে বেরিয়ে নিখোঁজ যুবক, দ্বাদশীতে ঘরে ফিরল নিথর দেহ, তদন্তে পুলিশ

You might also like