Latest News

আমদাবাদে জমকালো উদ্বোধন জাতীয় গেমসের, সূচনা করলেন মোদী, কেতাবী সাজে নীরজ, সিন্ধুরা

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় গেমসকে (National Games) অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাত ধরে সূচনা হল ৩৬তম জাতীয় গেমসের। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে এই মেগা আসরের সূচনা করলেন মোদী স্বয়ং।

উদ্বোধনে মাতোয়ারা হয়ে গিয়েছে সবাই। কোটি কোটি টাকা খরচ করে দেদার আলো ঝলমলে পরিবেশ ছিল মাঠে। নাচ, গান, ড্রোনের মাধ্যমে হয়েছে শুরুটা। মঞ্চ আলো করে হাজির ছিলেন অলিম্পিকে সোনা জয়ী তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, ব্যাডমিন্টন রানি পিভি সিন্ধু, ভারোত্তোলনে পদক জয়ের আশা মীরাবাঈ চানু।

প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জও ছিলেন অনুষ্ঠানে। নানা ইভেন্টের কেন্দ্রগুলি ঘুরে দেখেছেন তারকারা। একসঙ্গে ছবিও তুলেছেন নীরজ, সিন্ধুরা। দেশের মোট সাত হাজার অ্যাথলিট প্রতিযোগিতায় অংশ নেবেন। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

Image - আমদাবাদে জমকালো উদ্বোধন জাতীয় গেমসের, সূচনা করলেন মোদী, কেতাবী সাজে নীরজ, সিন্ধুরা
জাতীয় গেমসের অনুষ্ঠানে হাজির সিন্ধু, গগন নারাং, অঞ্জু ববি জর্জ, নীরজ ও চানুরা। আমেদাবাদে বৃহস্পতিবার।

সাত বছর পরে ফের শুরু হল গেমস। ২০১৫ সালে কেরলে জাতীয় গেমস হয় শেষ বার। ২০১৬ সালে গোয়াতে জাতীয় গেমস হওয়ার কথা ছিল। তবে নানারকম সমস্যার জন্য তা স্থগিত হয়ে যায়। গুজরাতের ছয়টি শহরে খেলাগুলি হবে, আমদাবাদ, গান্ধীনগর, সুরাট, বদোদরা, রাজকোট, ভাবনগর। শুধুমাত্র সাইক্লিং হবে দিল্লিতে।

ঘরের ছেলে গুজরাতের জনপ্রিয় গায়করা দারুণ পারফর্ম করেছেন। মোহিত চৌহান, শঙ্কর মহাদেবনরা গানের ডালি ভরিয়ে দিয়েছেন। হুডখোলা বাসে স্টেডিয়াম ঘুরেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের উদ্বোধনের পর বক্তৃতা দিতে উঠে তাঁর মুখে শোনা গেল, জুড়েগা ইন্ডিয়া, জিতেগা ইন্ডিয়া স্লোগান।

কোহলির শুভেচ্ছায় আপ্লুত ফেডেরার, ভারতেও আসবেন, বলছেন ‘টেনিসের পিকাসো’

You might also like