
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের (Loksabha Election 2024) এখনও এক বছর বাকি আছে। বিজেপি অনেক আগেই ২০২৪-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সরকারি স্তরেও নির্বাচন মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিতে বললেন।
কেন্দ্রীয় মন্ত্রীদের প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের কাজের খতিয়ান আমার কাছে আছে (Narendra Modi advises ministers)। এবার মানুষের কাছে গিয়ে বলুন আমাদের সরকার কী কী ভাল কাজ করেছে। প্রধানন্ত্রীর পরামর্শ, এই প্রচারে মন্ত্রীরা সামাজিক মাধ্যমকে আরও বেশি করে ব্যবহার করুন।
রবিবার ছুটির সন্ধ্যায় প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রী এবং ক্যাবিনেট সচিব-সহ একাধিক পদস্থ আমলাকে বৈঠকে ডেকেছিলেন। সেখানে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা মূলত সরকারি কাজের সাফল্যের উপর রিপোর্ট পেশ করেন।
রিপোর্টে ক্যাবিনেট সচিব ২০১৪ থেকে এ পর্যন্ত সরকারের ভাল কাজগুলির নমুনা তুলে ধরে দেখান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ৮১ কোটি মানুষ উপকৃত হয়েছে। তাতে বিনামূল্যে রেশন যেমন আছে তেমনই আছে নতুন আইআইটি, আইআইইএসটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীদের আরও বেশি করে সরকারের এই সব ভাল কাজের খতিয়ান তুলে ধরতে হবে।
আগামী পরশু, ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আম ভোটারকে আরও তুষ্ট করতে বাজেটে জনমুখী প্রকল্প ঘোষণা করে ভোটের আগে পর্যন্ত প্রচারের সুযোগ আছে। প্রধানমন্ত্রীর রবিবারের বৈঠক সেই কারণেই তাৎপর্যপূর্ণ।
বিজেপির একটি সূত্রের বক্তব্য, বাজেট পেশের পর থেকেই মন্ত্রীরা যাতে প্রচারে ঝাঁপিয়ে পড়েন, সেই বার্তা দিতেই ছুটির দিনে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। একই বার্তা দিতে বাজেটের দিন সকালে প্রধানমন্ত্রী সংসদে দলের এমপি’দের সঙ্গে বৈঠক করবেন।
শীত যেন শেয়ার বাজার, তাপমাত্রার এত ওঠানামা! কাল থেকে ফের গরম, আবার ঠান্ডা কবে