Latest News

মনমোহনের দ্রুত আরোগ্য কামনা করলেন মোদী, আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে। এদিন সকালেই পূর্বসূরীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)।

ভারতের ইতিহাস আবার করে লেখা দরকার, ছোটদের বইয়ের ‘ভুল’ ধরল কেন্দ্রীয় প্যানেল

বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি ডঃ মনমোহন সিংয়ের শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি।

জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন মনমোহন সিং। দিল্লির এইমস হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেসের তরফেও জানানো হয়েছে উদ্বেগের কারণ নেই।

এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মালব্য এইমসে গিয়ে দেখা করেছেন মনমোহন সিংয়ের সঙ্গে। খোঁজখবর নিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতার শারীরিক অবস্থার। এইমসে ডঃ নীতিশ নায়েকের তত্ত্বাবধানে চিকিৎসকরা দেখভাল করছেন ৮৯ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রীর। এর আগে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like