Latest News

নববর্ষের প্রথম দিনই কৃষকদের সময় দিচ্ছেন প্রধানমন্ত্রী, পিএম কিষাণের দশম কিস্তির টাকাও দেবেন

দ্য ওয়াল ব্যুরো: অতীতে বিশেষ বিশেষ দিনে  সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে সারাদিন কাটিয়ে  তাঁদের সুখ-দুঃখের সাথী, সমব্যথী হওয়ার বার্তা দিয়েছেন। ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (modi)  ও তাঁর দল বিজেপির (bjp) সামনে নতুন চ্যালেঞ্জ (challenge) হাজির করেছে ২০২৪ এর লোকসভা নির্বাচনের (loksabha poll) আগে।  সামনেই ৫ রাজ্যে বিধানসভা ভোট (assembly vote)। সদ্য  বর্ষব্যাপী  কৃষকদের দিল্লি সীমান্তে অবরোধ, বিক্ষোভের মুখে পিছু হটে তিনটি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছে কেন্দ্রকে। সেই আবহে কৃষকদের (farmers) পাশে থাকার বার্তা (message) দিতেই কি নতুন বছরের প্রথম দিনটি তাঁদের সময় দেওয়ার সিদ্ধান্ত মোদীর? প্রধানমন্ত্রী শনিবার ১ জানুয়ারি কৃষকদের সঙ্গে  মতামত বিনিময় করবেন (dialogue), তাঁদের সঙ্গে  কথাবার্তা বলবেন, পি এম  কিষাণ যোজনার (pm kishan scheme) দশম কিস্তির টাকাও  রিলিজ করবেন বলে জানা গিয়েছে। তাঁদের সঙ্গে দিনটি সেলিব্রেট করবেন তিনি।

প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, এই স্কিমের আওতায় পড়বে ১০ কোটির বেশি কৃষকের পরিবার। প্রায় ২০ হাজার কোটি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তিনি লিখেছেন, নতুন বছর ২০২২ এর প্রথম দিনটা দেশের খাদ্য উত্পাদনকারীদের উত্সর্গ করছি। বেলা সাড়ে ১২টায় পিএম কিষাণের দশম কিস্তির টাকা রিলিজ করব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে।

২০১৯ এর ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু হয়। উদ্দেশ্য ছিল, দেশব্যাপী কৃষকদের পাশে দাঁড়ানো। এই যোজনার সাহায্য  পেতে হলে যোজনার পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। বর্তমানে এই স্কিমে  বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। বছরে তিনবার, চারমাসের ব্যবধানে ২ হাজার টাকা করে। গত সেপ্টেম্বরে শোনা গিয়েছিল,  স্কিমের আর্থিক সহায়তার পরিমাণ বেড়ে দ্বিগুণ হতে পারে। ৬  হাজারের বদলে বেড়ে ১২ হাজার টাকা দেওয়ার কথা ভাবছে মোদী সরকার।

জেনে নিন, কী করে স্কিমের সুবিধা পাওয়া যায়।

প্রথমে পিএম-কিষাণের সরকারি ওয়েবসাইটে যেতে হবে

ফার্মার্স কর্নারে গিয়ে ক্লিক করুন নিউ ফার্মার রেজিস্ট্রেশনে।

তারপর দিতে হবে আধার নম্বর ও ক্যাপচা  কোড

সেটা সাবমিট করার পর পরের পেজে যেতে হবে

একটা আবেদন ফর্ম দেখা যাবে, যেখানে যাবতীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। ব্যাঙ্কের বিস্তারিত তথ্যও ঢোকাতে হবে। দিতে হবে চাষবাস সংক্রান্ত তথ্য

সবশেষ ফর্মটা সাবমিট করতে হবে।

 

You might also like