Latest News

বিশ্বনাথ ধামে খালি পায়ে থাকতে হয় মন্দির-কর্মীদের! ১০০ জোড়া জুতো পাঠালেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: গত মাসে কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পের উদ্বোধনে বেনারসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বনাথ মন্দিরে তাঁকে পুজো করতেও দেখা গেছে। এবার সেই মন্দিরের কর্মীদের কাছ গেল প্রধানমন্ত্রীর উপহার।

কাশী বিশ্বনাথ ধামে কর্মরতদের জন্য মোট ১০০ জোড়া পাটের জুতো পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, তেমনটাই খবর সূত্র মারফত। কাশীর ওই মন্দিরে সকলেই খালি পায়ে চলাফেরা করেন, সেকথা গত মাসেই কানে গিয়েছিল প্রধানমন্ত্রীর। মন্দিরের কর্মীদের জুতো পরা নিষিদ্ধ। চামড়ার বা রবারের কোনও জুতো বিশ্বনাথের মন্দির প্রাঙ্গনে পরার অনুমতি নেই। সেই কারণেই কর্মীদের সকলকে বাধ্য হয়ে খালি পায়ে থাকতে হয়। প্রবল ঠান্ডার মাঝেও পায়ে কিছু পরতে পারেন না তাঁরা। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সেবাইত, নিরাপত্তারক্ষী সকলের জন্যেই এই নিয়ম প্রযোজ্য।

একথা কানে যেতেই বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কথা ভাবেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে ১০০ জোড়া পাটের জুতো তিনি তৈরি করান বিশেষভাবে কাশী বিশ্বনাথ ধামের এই কর্মচারীদের জন্যেই। সোমবার মন্দিরে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর এই উপহার। ঠান্ডার মাঝে আর কর্মচারীদের খালি পায়ে কাজ করতে হবে না সেখানে।

প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আপ্লুত কাশী বিশ্বনাথ ধামের কর্মীরা। এদিকে শনিবারই উত্তরপ্রদেশের ভোট ঘোষণা হয়ে গেছে। আদর্শ আচরণবিধি অনুসারে ভোট ঘোষণার পর ভোটারদের প্রভাবিত করার মতো কোনও কাজ করা যায় না। প্রধানমন্ত্রীর এই উপঢৌকনে অনেকেই তাই প্রশ্ন তুলেছেন।

বিশ্বনাথের ওই মন্দির থেকে গঙ্গার ঘাট পর্যন্ত একটি করিডোর তৈরি করেছে কেন্দ্র সরকার। ২০১৯ সালে সেই করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী। ৩৩৯ কোটি টাকা এই প্রকল্পে খরচ হয়েছে। তারই উদ্বোধনে গত ১৩ ডিসেম্বর বেনারস গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

You might also like