
দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি বাংলা ভাষায় শোকবার্তা জানালেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কণ্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলে শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আগামী প্রজন্মও তাঁর সুরেলা কন্ঠে আবিষ্ট হবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।
— Narendra Modi (@narendramodi) February 15, 2022
মঙ্গলবার সন্ধ্যায় বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল গীতশ্রীর, আর সন্ধতেই চিকিৎসকদের সব চেষ্টাকে বৃথা করে চলে গেলেন তিনি। এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। প্রত্যেকের টুইতেই ফুটে উঠেছে শোক, যন্ত্রণা। বাংলা ও বাঙালির তথা গোটা দেশের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতির কথাই বলেছেন তাঁরা।