Latest News

বিজেপিকে সারা দেশে পৌঁছে দেওয়া প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন, কেক কেটে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯৩ বছর পূর্ণ করা প্রবীণ নেতাকে প্রণাম করেন প্রধানমন্ত্রী, তাঁকে কেকও খাইয়ে দেন। মোদী এদিন টুইট করে লেখেন, বিজেপি দলটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণী। সেই সঙ্গে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই তাঁকে, তিনি দলের কোটি কোটি কর্মীদের সঙ্গে দেশবাসীর প্রেরণা। ওঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবন প্রার্থনা করি।

আজ আডবাণী জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করেন অমিত শাহ এবং জেপি নাড্ডাও। অমিত শাহ টুইট করে লেখেন, আডবাণীজি নিঃস্বার্থ ভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বিজেপি দলটিকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার পেছনে ওঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। জন্মদিনে নেতাকে শুভেচ্ছা জানাই, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করি।

১৯২৭ সালে বর্তমান পাকিস্তানে অবস্থিত সিন্ধ প্রদেশে জন্ম নেন লালকৃষ্ণ আডবাণী। দেশভাগের পর সেখান থেকে সপরিবারে চলে এসেছিলেন মুম্বইতে।নয়ের দশকের শুরুতে রামজন্মভূমি আন্দোলনের প্রধান নেতা ছিলেন বিজেপির লালকৃষ্ণ আডবাণী।২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত তিনি দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন।তাঁকে বর্তমান বিজেপি দলের রূপকার ও পথপ্রদর্শক বলে অভিহিত করেন অনেকেই।

আজ তাঁর জন্মদিনে অনেকটা সময় কাটালেন প্রধানমন্ত্রী মোদী। কেক কেটে উদযাপন করলেন তাঁর জন্মদিন, পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ। তাঁর হাতে কেকও খেলেন। আডবাণীজির বাসভবন থেকে ফেরার পরে তিনি আরও একটি টুইট করে লেখেন, আডবাণীজির মতো প্রবীণ দলীয় নেতার সঙ্গে সময় কাটানো সবসময় আনন্দের।আমার মতো কার্যকর্তার জন্য আডবাণীজির সমর্থন এবং পরামর্শ বরাবরই মূল্যবান। এই দেশ গড়ে তোলায় তাঁর অনেক প্রতিদান রয়েছে

 

You might also like