
भाजपा को जन-जन तक पहुंचाने के साथ देश के विकास में अहम भूमिका निभाने वाले श्रद्धेय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई। वे पार्टी के करोड़ों कार्यकर्ताओं के साथ ही देशवासियों के प्रत्यक्ष प्रेरणास्रोत हैं। मैं उनकी लंबी आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं।
— Narendra Modi (@narendramodi) November 8, 2020
আজ আডবাণী জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করেন অমিত শাহ এবং জেপি নাড্ডাও। অমিত শাহ টুইট করে লেখেন, “আডবাণীজি নিঃস্বার্থ ভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বিজেপি দলটিকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার পেছনে ওঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। জন্মদিনে নেতাকে শুভেচ্ছা জানাই, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করি।”
১৯২৭ সালে বর্তমান পাকিস্তানে অবস্থিত সিন্ধ প্রদেশে জন্ম নেন লালকৃষ্ণ আডবাণী। দেশভাগের পর সেখান থেকে সপরিবারে চলে এসেছিলেন মুম্বইতে।নয়ের দশকের শুরুতে রামজন্মভূমি আন্দোলনের প্রধান নেতা ছিলেন বিজেপির লালকৃষ্ণ আডবাণী।২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত তিনি দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন।তাঁকে বর্তমান বিজেপি দলের রূপকার ও পথপ্রদর্শক বলে অভিহিত করেন অনেকেই।
#WATCH Delhi: Prime Minister Narendra Modi visits senior BJP leader Lal Krishna Advani's residence to celebrate latter's birthday today.
Union Home Minister Amit Shah and BJP President JP Nadda also present. https://t.co/RVEDaIzhqj pic.twitter.com/sMlrarfo8O
— ANI (@ANI) November 8, 2020
আজ তাঁর জন্মদিনে অনেকটাই সময় কাটালেন প্রধানমন্ত্রী মোদী। কেক কেটে উদযাপন করলেন তাঁর জন্মদিন, পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ। তাঁর হাতে কেকও খেলেন। আডবাণীজির বাসভবন থেকে ফেরার পরে তিনি আরও একটি টুইট করে লেখেন, “আডবাণীজির মতো প্রবীণ দলীয় নেতার সঙ্গে সময় কাটানো সবসময় আনন্দের।আমার মতো কার্যকর্তার জন্য আডবাণীজির সমর্থন এবং পরামর্শ বরাবরই মূল্যবান। এই দেশ গড়ে তোলায় তাঁর অনেক প্রতিদান রয়েছে।”
Went to Advani Ji’s residence to wish him on his birthday. It is always a delight to spend time with him. For Karyakartas like me, Advani Ji’s support and guidance remain invaluable. His contributions to nation building are immense. pic.twitter.com/RO5nedXpj4
— Narendra Modi (@narendramodi) November 8, 2020