
দ্য ওয়াল ব্যুরো: দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) জাতির উদ্দেশে ভাষণ দিলেন লালকেল্লা থেকে। এটি লালকেল্লা থেকে মোদীর নবম ভাষণ। এই বছর যন্ত্রের (Teleprompter) বদলে কাগজেই ভরসা রাখলেন মোদী।
শুরু থেকেই টেলি-প্রম্পটারের থেকে দূরেই থাকলেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতেই স্বাধীনতার ৭৫ পূর্তি উপলক্ষে দেশবাসীকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন মোদী। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে সারা দেশ জুড়ে।
এদিন সকালে লালকেল্লায় প্রধানমন্ত্রীর মাথায় দেখা যায় সাদার উপর ভারতের তেরঙার রঙের ছোপ ছোপ পাগড়ি। দেশের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে স্মৃতিচারণা করেন মোদী।
আজ ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এখন। বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রী সকলের কথায় স্মরণ করেন মোদী আজকের মঞ্চ থেকে।
প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অরবিন্দের ঘর এই ভারত। আজকের দিনে তিনি বীরসা মুন্ডা, তিরথ সিং সীরাম রাজুকেও স্মরণ করেছেন। মঙ্গল পান্ডে, তাঁতিয়া টোপিও বাদ যাননি তাঁর ভাষণ থেকে।
ভবিষ্যতে ৫টি বড় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ বছর এই সংকল্পগুলিতে অবিচল থাকার জন্য জাতির উদ্দেশে ডাক দিয়েছেন তিনি।
ভারতের বিকাশ, দাসত্ব থেকে মুক্তি, উত্তরাধিকার নিয়ে গর্ব, ঐক্যবদ্ধ থাকতে হবে, নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে- এই পাঁচ সংকল্পের কথা আজ বলেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে নারীশক্তির জয়গান গেয়েছেন লালকেল্লা থেকে।
সাদার উপর গেরুয়া আর সবুজের ছাপ, প্রধামনন্ত্রীর পাগড়িতেও এবার তেরঙার ছোঁয়া