
দ্য ওয়াল ব্যুরো: বিমান বিভ্রাট যেন লেগেই রয়েছে। কখনও মাঝ আকাশে, আবার কখনও বিমানবন্দরেই। তবে শনিবার কলকাতা বিমানবন্দরের (Kolkata International Airport)একটি বিমান ওড়ার মুখেই ঘটে বিপত্তি। বিমানবন্দরের ট্যাক্সিওয়ের গর্তে আটকে গেল বিমানের চাকা। ফলে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুক্ষণ পরে গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয় দুর্ঘটনায় পড়া সেই বিমানটি।
জানা গেছে, শনিবার বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে ঘটে এই বিপত্তি। কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান তখন বিমানবন্দরের ট্যাক্সিওয়ে (Taxiway) থেকে রানওয়ের দিকে যাচ্ছিল। কিন্তু ওই ট্যাক্সিওয়ের মধ্যে গর্ত থাকায় সেই গর্তে আটকে যায় বিমানের চাকা।
বেশকিছু সময় ওইভাবেই গর্তের মধ্যে আটকে থাকে বিমানটি। পরে দুটি ট্র্যাক্টর নিয়ে এসে ওই গর্ত থেকে উদ্ধার করা হয় বিমানটিকে। বিমানবন্দর সূত্রে খবর, ওই দুটি ট্র্যাক্টর দিয়ে গর্তে পড়া চাকাটি পেছনের দিকে টেনে আনা হয়। তার পর সেই বিমান অন্য ট্যাক্সিওয়ে দিয়ে ঘুরিয়ে রানওয়েতে আনা হয়।
পুরো কর্মকাণ্ডের জেরে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা খানেক পরে বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। এই ঘটনার পরে হাজারও প্রশ্ন উঠছে। ট্যাক্সিওয়েতে এমন গর্ত থাকে কী করে? এবং এই গর্ত (Pothole) কী করে সকলের নজর এড়িয়ে গেল? যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করবে। এমনকি গর্ত মেরামতির কাজ শুরু হয়েছে।
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই! উদ্বেগ চিকিৎসা মহলে