Latest News

বন্দে ভারতে ছড়িয়ে ছিটিয়ে বোতল, আবর্জনার স্তূপ, ছবি ভাইরাল হতেই তীব্র প্রতিবাদ

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) কামরার ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল। কামরার যত্রতত্র ছড়ানো রয়েছে নোংরা-আবর্জনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেনের অন্দরের করুণ এক দৃশ্য। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।

হাই-টেকনোলজির এই ট্রেনের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রেনের অপরিচ্ছন্নতার ছবিটি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইনের একাংশ উদ্ধৃত করে ছবিটির উপরে তিনি লিখেছেন, “উই দি পিপল।” অর্থাৎ, “আমরা জনগণ।” এই টুইটটি বহুবার রিটুইট করা হয়েছে। নেটিজেনরা নানারকম মন্তব্য করেছেন।

বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনের অন্দরমহল যেভাবে সাজানো তা দেখলে রীতিমতো চমকে যেতে হবে। অন্দরমহলে রয়েছে একেবারে প্লেনের মতো সিট। প্রতিটি কামড়ায় রয়েছে বড় বড় ডিসপ্লে, যেখানে যাত্রীদের স্বাগত জানানোর পাশাপাশি কোন কোন জায়গা পার করা হচ্ছে তাও দেখানো হবে। এছাড়াও মোবাইল চার্জ দেওয়ার সুবিধা থাকার পাশাপাশি জিপিএস, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। দৃষ্টিহীনরা এই ট্রেনে কোনওরকম সমস্যায় না পড়েন, সেজন্য ব্রেইল অক্ষরে আসন নম্বরও লেখা হয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। যাত্রী নিরাপত্তায় ও স্বছন্দ্যতায় ঢেলে সাজানো হয়েছে মেক-ইন ইন্ডিয়ার অধীনে তৈরি বন্দে ভারত ট্রেন।

ট্রেন থেকে নামিয়ে তোলা হচ্ছিল ম্যাটাডোরে, বর্ধমানে পাচারের আগেই উদ্ধার প্রায় ৮০০ কচ্ছপ

এই ট্রেনের কামরার এমন অবস্থা দেখে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন,  “স্যার, আমাদের দেশে মানুষ তাদের কর্তব্য জানে না, কিন্তু তারা তাদের অধিকার জানে’। অন্য একজন লিখেছেন ” সর্বদা ভাল সুযোগ-সুবিধা এবং মৌলিক সুযোগ-সুবিধা দাবি করেন। কিন্তু আমাদের দেশের মানুষকে কীভাবে ভাল রাখতে হয় তা অনেকেই জানেন না।”

You might also like