Latest News

জন্মদিনের পার্টিতে সবাই সবাইকে বেল্ট দিয়ে মারছে! লখনউয়ের হাসপাতালে ফার্মাসি পড়ুয়াদের ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের (Hospital) মধ্যেই চলছে জন্মদিনের পার্টি (Birthday Party)। আর সেখানেই মজার ছলে একে অপরকে বেল্ট (Belt) দিয়ে বেদম পেটাচ্ছে (Hitting) ছাত্ররা (Students) । লখনউয়ের (Lucknow) একটি সিভিল হাসপাতালের মধ্যে ঘটা এমন দৃশ্যই সম্প্রতি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ফার্মাসির (Pharmacy) ছাত্রদের এমন কাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করার পরেই এই বিষয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের ভিতর চলছে জন্মদিনের পার্টি। সেখানেই হইচই করছে একদল ফার্মাসি পড়ুয়া। কেক কেটে তা মুখে মেখে হাসপাতাল চত্বরে দৌড়াদৌড়ি করার পাশাপাশি ঠাট্টার ছলে একে অপরকে বেল্ট দিয়েও পেটাতে দেখা যায় তাদের। এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তোলপাড় পড়ে যায় নেটিজেনদের মধ্যে।

এরপরেই ভিডিওটি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গেই ঘটনার বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে তারা। হাসপাতালের শান্তিভঙ্গের অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি নজরে পড়েছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকেরও। তিনি ঘটনা সবিস্তারে জানার জন্য তিনি একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন।

সন্তান লাভের আশায় ‘মির্চি বাবা’র দ্বারস্থ মহিলা, তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

You might also like