
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তের দিনে সাতসকালেই ফের দুঃসংবাদ আমজনতার। আজ ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ল। এই নিয়ে পরপর তিন দিন তেলের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি৷ জানা গেছে, এদিন পেট্রোলের দাম ২০ পয়সা প্রতি লিটার, ডিজেলের দাম ২৩ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
গতকালই দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছিল লিটারে ১৭ পয়সা, ডিজেলের দাম বেড়েছিল লিটারে ১৯ পয়সা। ফলে পেট্রোলের নতুন দাম হয়েছিল ৮২.৬৬ টাকা লিটার, ডিজেলের নতুন দাম হয়েছিল ৭২.৮৪ টাকা লিটার। আজ আরও বেড়ে দিল্লিতে পেট্রোবের দাম ৮২.৮৬ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩.০৭ টাকা লিটার ৷
এই বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ঐতিহাসিক পতন দেখা গিয়েছে৷ এই নিয়ে বিস্তর আলোচনা চলেছে বিশ্বজুড়ে। কিন্তু সেই অনুপাতে এ দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কখনওই কমেনি৷ শুধু তাই নয়, কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা প্রতি লিটারে এক্সাইজ ডিউটি বৃদ্ধি করা হয় ৷ এর আগে ২০১৪ সালে পেট্রোলে ট্যাক্স লিটার প্রতি ৯.৪৮ ও ডিজেলে ৩.৫৬ টাকা ছিল৷ নভেম্বর ২০১৪ থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত কেন্দ্র ৯ বার ট্যাক্স বৃদ্ধি করেছে৷
সবমিলিয়ে নভেম্বরের ২০ তারিখ থেকে হিন্দুস্থান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম মোট ২০ বার বাড়িয়েছে তেলের দাম। এর ফলে গত দু’বছরের নিরিখে এখনই তেলের দাম সবচেয়ে বেশি রয়েছে৷
দেখে নিন কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি কত।
দিল্লিতে পেট্রোল ৮২.৮৬ টাকা, ডিজেল ৭৩.০৭ টাকা
মু্ম্বইয়ে পেট্রোল ৮৯.৫২ টাকা, ডিজেল ৭৯.৬৬ টাকা
কলকাতায় পেট্রোল ৮৪.৩৭ টাকা, ডিজেল ৭৬.৬৪ টাকা
চেন্নাইয়ে পেট্রোল ৮৫.৭৬ টাকা, ডিজেল ৭৮.৪৫ টাকা
লখনউয়ে পেট্রোল ৮২.৯৪ টাকা, ডিজেল ৭৩.৪১ টাকা