
মঙ্গলের প্রাচীন নদী ডেল্টা! এতদিনের গবেষণায় সিলমোহর বসাল নাসার মহাকাশযান থেকে আসা ছবি
গত কয়েক মাস ধরেই পেট্রোল ও ডিজেলের দামের বৃদ্ধির জেরে দেশের একাধিক শহরে সেঞ্চুরি পার করে যায় পেট্রোল ও ডিজেলের দাম। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েলের মতো সংস্থায় প্রতিদিনই তেলের দামের ওঠা-নামা শুরু করে দিনের শুরুতে। সেই অনুযায়ী দাম স্থির হয়, সঙ্গে থাকে রাজ্যভিত্তিক ভ্যাট।
দেখে নিন আজ কোন শহরে জ্বালানির (petrol-diesel) দাম কেমন।
- কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪.২৩ টাকা, ডিজেলের দাম ৯৫.২৩ টাকা।
- দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ১০৩,৫৪ টাকা, ডিজেলের দাম ৯২.১২ টাকা।
- মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৯.৫৪ টাকা, ডিজেলের দাম ৯৯.২২ টাকা ,
- চেন্নাইতে পেট্রোলের দাম লিটারে ১০১.০১ টাকা, ডিজেলের দাম ৯৬.৬০ টাকা।