
দ্য ওয়াল ব্যুরো: টানা ২৫ দিন শহরে পেট্রল ডিজেলের (petrol) দাম অপরিবর্তিত। এদিনের শহরে পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৪.৬৭ টাকায় এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।
দীপাবলির পর কেন্দ্র পেট্রল ও ডিজেলের ওপর আমদানি শুল্ক কমানোর পর থেকেই কলকাতা সহ রাজ্যে পেট্রল ডিজেলের দাম অপরিবর্তিত। এই নিয়ে টানা ২৫ দিন দাম বাড়েনি অপরিশোধিত তেলের।
আরও পড়ুন: বেড়াতে যাওয়ার জন্য আস্ত ট্রেন ভাড়া দিচ্ছে পূর্ব রেল! কত দাম জানেন
যদিও, দেশের অনেক রাজ্যে পেট্রল ডিজেলের ওপর ভ্যাট কমিয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলায় সেই ভ্যাট কমানো হয়নি। কেন্দ্রের শুল্ক হ্রাসের পর থেকেই একই দামে বিক্রি হচ্ছে পেট্রল ডিজেল।
অন্যদিকে, দিল্লীতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। মুম্বইতে পেট্রলের দাম ১০৯.৯৮ টাকা। ডিজেলের দাম ৯৪.১৯ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৪৩ টাকায় বিক্রি হচ্ছে।