
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের সঙ্গে আলাদা সম্পর্ক ছিল সদ্য প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফের (Pervez Musharraf)। রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও পাক ক্রিকেট নিয়ে খবরাখবর রাখতেন দুবাইয়ে বসেই। শুধু পাক ক্রিকেট নয়, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর সুমধুর সম্পর্ক সর্বজনবিদিত। বিশেষত, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ‘বড়’ ভক্ত ছিলেন মোশারফ।
ধোনির ক্রিকেট খেলার ধরন যেমন তিনি পছন্দ করতেন, তেমনই ভালবাসতেন মাহির চুলের স্টাইল, বিভিন্ন কায়দা, শখ সবই। ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন ধোনি। সেইসময় ধোনির মাথায় ছিল লম্বা চুল। ক্রিজে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতেন বোলারদের কাছে। লম্বা লম্বা ছক্কা হাঁকাতেন। সবকিছুই পছন্দ ছিল তৎকালীন পাক প্রেসিডেন্ট মোশারফের।

ধোনির লম্বা চুলই পারভেজের বেশি পছন্দের ছিল। পাক মাটিতে যখন ধোনি খেলেছেন তখন মাহিকে মোশারফ বলেছিলেন, ‘যাই হয়ে যাক না কেন চুল কেটো না…’। যা নিয়ে সেই সময় খুবই আলোচনা হয়েছিল। যদিও পরে বড় চুল কেটে ফেলেন ধোনি।

অবিভক্ত ভারতের দিল্লিতে ১৯৪৩ সালে জন্মেছিলেন মোশারফ। তবে ‘৪৭-এ দেশভাগের পর মোশারফের পরিবার চলে যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানে। ছোট থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক ছিল তাঁর। তবে ক্রীড়াজগতে না গিয়ে বেছে নিয়েছিলেন সেনার কাজ। পাকিস্তানের সেনাপ্রধান হন তিনি। তারপর প্রেসিডেন্ট। কিন্তু ২০১৯ সালে দেশদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। দেওয়া হয় মৃত্যুদণ্ড।
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা সেনাকর্তা পারভেজ মোশারফ রবিবার দুবাইতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। পাক আদালতের মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছিল তাঁর উপর। ২০১৬-তে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর আর ফেরেননি পাকিস্তানে। তবে মৃত্যুশয্যাতে শুয়েও ক্রিকেটের খবর রাখতেন, খোঁজ নিতেন নিজের প্রিয় ক্রিকেটার ধোনিরও।
মোশারফের বাঙালি প্রেমিকা, যে ভালবাসায় ক্ষত এঁকে দেয় কাঁটাতার