
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে বকেয়া ছিল বিদ্যুতের বিল। সংখ্যাটা ৮০ লাখ টাকা। বহুবার বিদ্যুৎ (power supply) দফতরের তরফ থেকে বকেয়া (unpaid bill) মেটানোর কথা বলা হলেও তা কানে তুলছিলেন না গ্রাহকরা। শেষে মঙ্গলবার গ্রামে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। এরপরই তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) সিপাইপাড়া এলাকায়।
জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই বিদ্যুৎ বিল দিচ্ছে না গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তাদের বহুবার বকেয়া মেটানোর কথা বলেছে বিদ্যুৎ দফতর। কিন্তু প্রত্যেকবারই মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি। অবশেষে মঙ্গলবার সেখানে গিয়ে সদস্যদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। এরপর সেখান থেকে ফেরার পথেই তাঁদের ঘেরাও করে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়ায় এলাকায়।
মঙ্গলবার বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ দফতরের গাড়ি-সহ কর্মীদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মীরা। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ আধিকারিক। শুরু হয় দু’পক্ষের আলোচনা। অবশেষে বুধবার আলোচনার আশ্বাস পেয়ে পরিস্থিতি শান্ত হয়। ঘেরাওমুক্ত হন বিদ্যুৎ দফতরের ওই ইঞ্জিনিয়ার এবং কর্মীরা।
গত ২৭ শে জানুয়ারি জলপাইগুড়ি বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। স্মারকলিপিতে বলা হয়, কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহারের বাসিন্দাদের (উত্তরবঙ্গের সব জেলা) কোনও পরিষেবা কর দেওয়ার ব্যাপার নেই। তাই তারা বিদ্যুৎ বিল বয়কট করেছেন। তাঁরা বিল দেবেন না। একইসঙ্গে কারও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া যাবে না। যদি বিদ্যুৎ সংক্রান্ত মামলা করতে হয় তবে সংগঠনের নেতাদের নামে করতে হবে। কোনও গ্রাহকের নামে মামলা করা যাবেনা।
কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ৮০ লাখ টাকা বিল বকেয়া থাকায় মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার অভিজিৎ মুদি জানান, দীর্ঘদিন ধরে বেশ কিছু পরিবার গ্রেটারের সদস্য এই পরিচয় দিয়ে বিল দিচ্ছে না। এদের উৎসাহিত করছে কিছু নেতা।
এদিকে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সত্তারুল হক সরকার বলেন, “আমরা বিদ্যুৎ বিল বয়কট করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যুতের বিল পরিশোধ করব না।”
স্যারের মারে কান ফাটল প্রাথমিকের ২ পড়ুয়ার, স্কুলের ভিতরে দুষ্টুমির ‘শাস্তি’