
তাহলে আর কি! বিপদ মারাত্মক রকমের বেড়ে যেতে পারে। হচ্ছেও তাই। তবে এ দেশে নয়।
আমেরিকাতে এই বিপদ বেড়েছে। সে দেশের টেনেসির লোরেটো পুলিশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও এই খবর দিয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে, মানুষজন নেশা করে তার উচ্ছিস্ট বা বাহ্য টয়লেটে ফ্লাশ করছে। সেই সবটাই গিয়ে মিশছে স্থানীয় পুকুর বা জলাশয়ে। ফলে সেখানে থাকা কুমিরেরা খুবই উত্তেজিত হয়ে পড়ছে। এবার তাদের দায়িত্ব কে নেবে? সেখানে এমনিতেই অনেক সময়ে দেখা যায়, কুমির রাস্তায় চলে এসেছে, বাড়িতে ঢুকে পড়ছে। খুব স্বাভাবিকভাবেই সে উত্তেজিত থাকলে, সে তার কাজের গতি বাড়িয়ে দেবে। তা কখনওই মানুষের জন্য সুখকর তো হবে না। তাই সেখানকার পুলিশ এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বিজ্ঞাপন দিল সোশ্যাল সাইটে।
এই নেশা করে চরমভাবে অ্যাড্রিনালিন ঝরানোকে বলা হয় ‘মেথ’, আর এই নেশার জিনিস শরীরে মেশার পর সরীসৃপগুলোকে ‘মেথ রেপ্টাইল’ বলছে মার্কিন পুলিশ। তাঁদের কাছে যখন প্রথম কুমিরদের আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ আসে, তাঁরা সে ব্যাপারে তদন্ত করতে এগোন। সেই তদন্তেই গত শনিবার লোরেটো এলাকায় তাঁরা একজন ড্রাগ ডিলারের বাড়িতে গিয়ে পৌঁছন। সেখানে শৌচাগারে ১২ গ্রাম মতো ড্রাগ এবং প্যারাফেরনালিয়ার মতো মাদক দেখতে পান। যা ফ্লাশ করা হয়েছে। সেই ড্রাগ ডিলার সে সময়ে এই নেশার জাল থেকে মুক্তি পেতে বদ্ধপরিকর ছিলেন। তাই সে সব ফেলে দিচ্ছিলেন। তবে নিষিদ্ধ মাদক রাখার জন্য ইতিমধ্যেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।
আপাতত সেখানকার মানুষদের সতর্ক করতে এটুকুই বলা হয়েছে, যাঁরা সেখানে পাইপ সারানো থেকে পুকুর পরিষ্কার করেন, তাঁদের কোনও কিছুতে বিশেষ অসুবিধে নেই। তবে এই কুমিরগুলো নেশার ঘোরে উত্তেজিত হয়ে গেলে, মুশকিল বেড়ে যায়। তাই সকলের কথা মাথায় রেখে, যে কোনও নেশার জিনিস টয়লেটে ফ্লাশ না করে পুলিশকে জানাতে হবে। সেখানে লোক গিয়ে সেগুলোর সদগতি করবে, অন্তত সেগুলো প্রকৃতিতে গিয়ে মিশবে না। সকলের জন্যই সেটা মঙ্গলময় হবে।