
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল মাঠে তাঁর খেলা দেখা জন্য মুখিয়ে থাকতেন মানুষ। দেশের হয়ে জিতেছেন তিনটে বিশ্বকাপ। বিশ্বের আর কোনও ফুটবলারের নামের পাশে এই কৃতিত্ব লেখা নেই, সেই পেলে জীবনের লড়াইয়ে হেরে যাবেন? ভক্তদের আকুল প্রার্থনা যেন কাজ দিয়েছে (Pele Health Condition)। অন্তত শনিবার মধ্যরাতে পেলের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে সেই খবরই মেলে। নিজেই জানিয়েছেন, আমি একদম শক্ত আছি, চিন্তা করবেন না।
গত মঙ্গলবার ফুটবল সম্রাটকে (Pele) হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে খবর মেলে। জানা যায়, তাঁর শরীর ফুলতে শুরু করেছিল। এর আগে কখনও এই রকম হয়নি বলে চিন্তায় পড়ে যান গোটা বিশ্বের ভক্তরা। কিন্তু শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি সুস্থ আছেন। প্রতি মাসের মতো রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই খবর পেতেই কিছুটা আশ্বস্ত হন সকলেই। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খবর মেলে কেমো থেরাপিতে সাড়া দিচ্ছেন না পেলে। ব্রাজিলীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, পেলের শরীরে কাজ করছে না কেমোথেরাপি। অবস্থা এতটাই সংকটজনক যে, তাঁকে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ রাখা হয়েছে।
গোটা বিশ্বে ফের নতুন করে উদ্বেগ বাড়ে। তবে শনিবার রাতে পেলের পোস্ট যেন কিছুটা স্বস্তির হাওয়া বয়ে নিয়ে এল। এদিন তিনি হাসপাতালের একটি মেডিক্যাল বুলেটিনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আমার বন্ধুরা, আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। আমি শক্তিশালী। আমি যথারীতি আমার চিকিৎসা অনুসরণ করছি। আমি যেসব যত্ন পেয়েছি তার জন্য গোটা মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানাই।’
এখানেই শেষ করেননি তিনি। পেলে যে এখনও কতটা ফুটবল নিয়ে বেঁচে আছেন তা হাসপাতালের বেডে শুয়েও বুঝিয়ে দিলেন। লিখলেন, ‘আমার ইশ্বরের প্রতি বিশ্বাস আছে। সারা বিশ্ব থেকে প্রাপ্ত ভালবাসা আমাকে শক্তি দেয়। বিশ্বকাপে ব্রাজিলকে দেখুন!’
উল্লেখ্য, বিশ্বকাপ দেখতে কাতারে আসতে চেয়েছিলেন ৮২ বছরের এই কিংবদন্তি। কিন্তু চিকিৎসকদের নিষেধে শেষ পর্যন্ত আর কাতারের প্লেনে ওঠা হয়নি তাঁর। তবুও বিশ্বকাপ থেকে নিজেকে দূরে রাখতে পারছেন কই ফুটবল সম্রাট পেলে!