রোগীর পরিবারকে মারধর আরজিকরে! অভিযোগের আঙুল নিরাপত্তারক্ষীদের দিকে
Share
দ্য ওয়াল ব্যুরো: রোগী দেখতে এসে আহত রোগীর পরিবার! অভিযোগ, সন্ধ্যে ৬টা নাগাদ আরজিকর হাসপাতালে রোগী দেখতে এসে আহত হন দু’তিন জন। এক জনের নাক ফাটে। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা। আহতের নাম শান্তনু বসু।