Latest News

সাপে কাটা শিশুকে ঝাড়ফুঁক! মৃত্যুর পর ওঝাকে ঘিরে ধরল গ্রামবাসীরা, পাথরপ্রতিমায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সাপে কাটা (Snake Bite) শিশুকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার দুয়ারে ছুটে গেছিলেন বাবা-মা। ওঝা দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পরেও লাভ হল না, বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট শিশু (Child)।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima) অচিন্ত্যনগরে। সেখানেই শনিবার সাপের কামড় খায় সেখানকার আট বছরের এক শিশু। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত, কিন্তু বাবা-মা শিশুটিকে নিয়ে ছুটে যান ওঝার কাছে। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক তুকতাক করেন সেই ওঝা। কিন্তু শেষমেশ জানান, তিনি কিছুই করতে পারবেন না।

ততক্ষণে নিস্তেজ হয়ে এলিয়ে পড়েছে বাচ্চাটি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এরপরই ওঝার উপর খেপে ওঠেন বাচ্চাটির বাড়ির লোকজন। গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই ওঝাকে ঘিরে। বাচ্চাটির বাড়ির লোকজন ওঝার নামে অভিযোগও দায়ের করেছেন, তার ভিত্তিতে পুলিশ ওই ওঝাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: মধুচক্রের ফাঁদে পা! অশ্লীল ভিডিও ভাইরালের ভয়ে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক

You might also like