
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মুক্তি পেয়েছে ‘পাঠান’ (Pathaan)। মাঝে কেটেছে মোটে দু’দিন। এরমধ্যেই বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি টাকা উপার্জন (box office) করে ফেলল শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি। প্রথম দিন, অর্থাৎ বুধবারে ‘পাঠান’-এর বিশ্বব্যাপী আয় ছিল ১০৬ কোটি। দ্বিতীয় দিনে সেটা বেড়ে দাঁড়ায় ১১৩ কোটি ৬০ লক্ষ টাকা, অর্থাৎ মোট ২১৯ কোটি ৬০ লক্ষ টাকা। যা হিন্দি সিনেমায় নতুন রেকর্ড গড়েছে। এমন দুর্ধর্ষ আয়ের ফলে ‘বলিউড বাদশা’র প্রত্যাবর্তন যে রাজকীয় হয়ে রইল, তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু বিদেশেই নয়, ‘পাঠান’ রেকর্ড গড়েছে ভারতেও। যেখানে প্রথম দিনে দেশজুড়ে ৫৭ কোটি টাকা বক্স অফিসে এসেছিল, সেখানে দ্বিতীয় দিনেই ছবির রোজগার পার করে যায় ৭০ কোটি টাকা। বুধবার হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ‘পাঠান’ থেকে রোজগার হয়েছিল ৫৫ কোটি এবং তামিল ও তেলেগু থেকে এসেছিল ২ কোটি টাকা। অন্যদিকে বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের দিন হিন্দি ভার্সন এবং তামিল ও তেলেগু থেকে ‘পাঠান’-এর আয় হয় যথাক্রমে ৬৮ কোটি এবং ২ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ দ্বিতীয় দিনে ‘পাঠান’-এর বক্স অফিস আয় বেড়ে হয় ৭০ কোটি ৫০ লক্ষ টাকা। সবমিলিয়ে মাত্র দু’দিনেই ভারত থেকে ‘পাঠান’ রোজগার করেছে ১২৭ কোটি ৫০ লক্ষ।
বলিউডে ৩০০ কোটি, ৫০০ কোটি টাকা রোজগার নতুন কিছু নয়। তবে সেসব ক্ষেত্রে আমির খানেরই একচেটিয়া আধিপত্য ছিল। ‘থ্রি ইডিয়টস’, ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘দঙ্গল’-এর মতো একাধিক ছবি বক্স অফিসে রেকর্ড গড়েছে। সম্প্রতি বলিউডের সেই বাজারে ভাগ বসায় দক্ষিণ ভারতীয় ছবি। ‘বাহুবলি’ সিরিজ, ‘কেজিএফ’ সিরিজ ভারতে, এমনকী বিদেশের মাটিতেও রেকর্ড টাকা উপার্জন করে। বলা যায়, দক্ষিণী দাপটে খানিকটা মিইয়েই গিয়েছিল হিন্দি ছবির বাজার। ‘পাঠান’-এর মাধ্যমে শাহরুখ যে শুধু নিজের রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন তাই নয়, বরং বলা যেতে পারে কিং খানের কাঁধে চেপেই ফের মাথা তুলে দাঁড়াল বলিউড।
গেরুয়া বিকিনিতে কাঁচি চলেনি, তবুও নীরব বিজেপির নরোত্তম, কেন?