
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গ, পাহেলগাঁও, সোপিয়াল, গুরেজের মতো এলাকায় এদিন সকালে তুষারপাত হয়েছে। এছাড়া লাদাখের মিনামার্গ, ড্রাসে বরফ পড়ছে শুক্রবার রাত থেকেই। হালকা বরফ পড়তে দেখা গেছে পুলওয়ামা, কুলগামেও।
এর মাঝেই শ্রীনগর শহরে শুক্রবার রাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে বেশ কিছু পাহাড়ি সমতল এলাকায়।
তুষারপাতের কারণে বিদ্যুৎ পরিষেবা খুব একটা ব্যাহত হয়নি। কারণ সময় বুঝে গাছপালা প্রয়োজনমতো ছেঁটে ফেলেছিল স্থানীয় প্রশাসন। আগামী ২৪ ঘণ্টা উপত্যকায় বৃষ্টি হবে, জানিয়েছে আবহাওয়া অফিস।